সুব্রত রায়ের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি সুপ্রিম কোর্টের

সমন অগ্রাহ্য করায় সাহারার কর্ণধার সুব্রত রায়ের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল সুপ্রিম কোর্ট। আগামী ৪ মার্চ, দুপুর ২টোয় সুব্রত রায়কে আদালতে হাজির করার জন্য পুলিসকে নির্দেশও দিয়েছে শীর্ষ আদালত।

Updated By: Feb 26, 2014, 03:57 PM IST

সমন অগ্রাহ্য করায় সাহারার কর্ণধার সুব্রত রায়ের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল সুপ্রিম কোর্ট। আগামী ৪ মার্চ, দুপুর ২টোয় সুব্রত রায়কে আদালতে হাজির করার জন্য পুলিসকে নির্দেশও দিয়েছে শীর্ষ আদালত।

সুব্রত রায় জানিয়েছেন, তাঁর ৯৫ বছরের মায়ের শারীরিক অবস্থা খারাপ থাকায় হাজির হতে পারেননি। মঙ্গলবার তাঁকে ব্যক্তিগত হাজিরা থেকে বিরত রাখার জন্য শীর্ষ আদালতের কাছে আর্জি জানিয়েছিলেন দেশের অন্যতম সেরা এই এই শিল্পপতি। কিন্তু শীর্ষ আদালত সে আর্জি খারিজ করে দেয়।

সেবির তরফে জানানো হয়েছিল সুব্রত রায়ের কোম্পানি তাদের লগ্নিকারিদের ২০ হাজার কোটি টাকা দিতে ব্যর্থ হয়। সেই কারণে আদালত ২০ ফেব্রুয়ারি সুব্রত রায় ও সংস্থার অন্য তিন ডিরেক্টরকে ব্যক্তিগত হাজিরার নির্দেশ দেয়। কিন্তু সুব্রত রায় সহ কোনও ডিরেক্টরই আদালতে হাজিরা দেননি। সুব্রত রায় ও সাহারার বাকি ৩ ডিরেক্টরের বিদেশে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে সুপ্রিম কোর্ট।

.