সেভিংস অ্যাকাউন্টের ন্যূনতম ব্যালেন্স ৩০০০ টাকা করল এসবিআই, সঙ্গে বিশেষ সুযোগ
ওয়েব ডেস্ক: সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম মাসিক ব্যালেন্স পাঁচ হাজার টাকা থেকে কমিয়ে তিন হাজার টাকা করে দিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। শুধু তাই-ই নয়, সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগী, পেনশনভোগী ও অপ্রাপ্তবয়স্কদের এই আওতা থেকে বাদ দেওয়া হয়েছে। অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না থাকলে এযাবত্ যে পরিমাণ চার্জ কাটা হত, কমিয়ে দেওয়া হয়েছে সেটাও। সোমবার একটি বিবৃতি দিয়ে এমনটাই জানিয়ে দিয়েছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। ১ অক্টোবর থেকে এই নিয়ম কার্যকর হবে বলে জানা গিয়েছে।
এবার দেখে নিন আপনার এলাকায় এসবিআই অ্যাকাউন্ট কত মিনিমাম মান্থলি অ্যাভারেজ ব্যালেন্স (এমএবি) রাখতে হবে..
মেট্রো ও শহরতলিতে ন্যূনতম ৩ হাজার টাকা।
শহরতলিতে ন্যূনতম ২ হাজার টাকা।
গ্রামে ন্যূনতম ১ হাজার টাকা ।
এমএবি না থাকলে মেট্রো শহর ও শহরতলিতে ৩০-৩৫ টাকা চার্জ করা হবে। এতদিন এই শাখাগুলিতে ন্যূনতম ব্যালেন্স ৫ হাজার টাকার ৭৫ শতাংশের নীচে নেমে গেলে, ব্যাঙ্ক ১০০ টাকা চার্জ কাটত। তার সঙ্গে আবার যোগ হত জিএসটি।
গ্রামে শাখাগুলির ক্ষেত্রে কাটা হবে ২০-৪০টাকা।
প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্টের ক্ষেত্রে এই চার্জ প্রযোজ্য হবে না বলে ব্যাঙ্কের তরফে জানিয়ে দেওয়া হয়েছে।