৭৫ লাখের বেশি হোম লোনের ক্ষেত্রে সুদের হার কমাচ্ছে SBI

৭৫ লাখ বা তার বেশি হোম লোনের ক্ষেত্রে এবার সুদের হার কমাচ্ছে ভারতীয় স্টেট ব্যাঙ্ক। আগামী ১৫ জুন থেকে এই নতুন নিয়ম কার্যকর করা হবে। চাকরিরতা মহিলাদের জন্য এই রেট কমিয়ে করা হচ্ছে ৮.৫৫ শতাংশ। অন্যদিকে, পুরুষদের ক্ষেত্রে তা হচ্ছে বার্ষিক ৮.৬০ শতাংশ।

Updated By: Jun 9, 2017, 06:57 PM IST
৭৫ লাখের বেশি হোম লোনের ক্ষেত্রে সুদের হার কমাচ্ছে SBI

ওয়েব ডেস্ক : ৭৫ লাখ বা তার বেশি হোম লোনের ক্ষেত্রে এবার সুদের হার কমাচ্ছে ভারতীয় স্টেট ব্যাঙ্ক। আগামী ১৫ জুন থেকে এই নতুন নিয়ম কার্যকর করা হবে। চাকরিরতা মহিলাদের জন্য এই রেট কমিয়ে করা হচ্ছে ৮.৫৫ শতাংশ। অন্যদিকে, পুরুষদের ক্ষেত্রে তা হচ্ছে বার্ষিক ৮.৬০ শতাংশ।

দেশের প্রতিটি নাগরিকের জন্য বাড়ি, এই সংক্রান্ত বিষয়টির ওপর জোর দিতে এবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। আর সেই জন্য গত সপ্তাহেই RBI-এর তরফে ৭৫ লাখ বা তার উর্ধে নেওয়া লোনের ক্ষেত্রে রিস্ক ওয়েটেজ ৭৫ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছে ৫০ শতাংশ।

RBI-এর এই পলিসির ওপর নির্ভর করেই ভারতের স্টেট ব্যাঙ্ক সুদের হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে। ৩০ লাখ থেকে ৭৫ লাখ টাকার লোনের ক্ষেত্রে এবার SBI-এর তরফে চেষ্টা করা হবে, যাতে চাহিদার প্রায় অধিকাংশ অংশই গ্রাহককে দিয়ে দেওয়া সম্ভব হয়।

আরও পড়ুন- প্যান কার্ড বা ইনকামট্যাক্স রিটার্নের ক্ষেত্রে আধার বাধ্যতামূলক নয় : সুপ্রিম কোর্ট

.