বিগ বি কে দেশের রাষ্ট্রপতি হিসেবে দেখতে চান বন্ধু শত্রুঘ্ন

মেয়াদ শেষ হতে আর বেশি দিন বাকি নেই। আগামী বছরের মাঝামাঝি সময় পর্যন্তই রাষ্ট্রপতি পদে থাকবেন প্রণব মুখার্জি। এখন থেকেই তাই শুরু হয়ে গিয়েছে গুঞ্জন, কে হবেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি। কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব নাকি সম্পূর্ণ ভিন্ন ধারার কেউ? উত্তরটা শুনলে চমকে উঠবেন।

Updated By: Mar 18, 2016, 01:25 PM IST
বিগ বি কে দেশের রাষ্ট্রপতি হিসেবে দেখতে চান বন্ধু শত্রুঘ্ন

ওয়েব ডেস্ক: মেয়াদ শেষ হতে আর বেশি দিন বাকি নেই। আগামী বছরের মাঝামাঝি সময় পর্যন্তই রাষ্ট্রপতি পদে থাকবেন প্রণব মুখার্জি। এখন থেকেই তাই শুরু হয়ে গিয়েছে গুঞ্জন, কে হবেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি। কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব নাকি সম্পূর্ণ ভিন্ন ধারার কেউ? উত্তরটা শুনলে চমকে উঠবেন। ভারতের পরবর্তী রাষ্ট্রপতি হতে পারেন বলিউডের শাহেনসা অমিতাভ বচ্চন।

কিছুদিন আগেই শত্রুঘ্ন সিনহার আত্মজীবনি 'Anything But Khamosh'-এর প্রকাশে গিয়ে রাষ্ট্রপতি হিসেবে বিজেপি সাংসদের নাম প্রস্তাব করেছিলেন বিগ বি। এবার সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে 'দোস্তানা' দেখালেন শত্রুঘ্ন সিনহা। তাঁর মতে, তিনি নিজে নন বরং অমিতাভ বচ্চনই পরবর্তী রাষ্টপতি হওয়ার বেশি যোগ্য। দেশের সব রকম ক্ষেত্রে তাঁর যে অবদান, তা আরও বাড়বে তিনি রাষ্ট্রপতি হলে। এতে দেশের গৌরবও বাড়বে।

.