সঞ্জয়ের হাজতবাস, আইপিএলের নরকবাস

একই দিনের দুটো ঘটনা। একটার সঙ্গে জড়িয়ে বলিউড, অন্যটায় ক্রিকেট। এমনিতে দেশের মিডিয়া জুড়ে থাকে বলিউড আর ক্রিকেট। কিন্তু আজ এই দুটো জিনিস নিয়ে গোটা দেশ উত্তাল। সেই ঘটনা দুটো এক সঙ্গে।

Updated By: May 16, 2013, 07:00 PM IST

একই দিনের দুটো ঘটনা। একটার সঙ্গে জড়িয়ে বলিউড, অন্যটায় ক্রিকেট। এমনিতে দেশের মিডিয়া জুড়ে থাকে বলিউড আর ক্রিকেট। কিন্তু আজ এই দুটো জিনিস নিয়ে গোটা দেশ উত্তাল। সেই ঘটনা দুটো এক সঙ্গে।
স্পট ফিক্সিং, গ্রেফতার শ্রীসন্থ সহ আরও তিন রাজস্থান রয়্যালস ক্রিকেটার-- (এখানে ক্লিক করে পড়ুন বিস্তারিত)
স্পট ফিক্সিংয়ের কালো ছায়ায় কলঙ্কিত আইপিএল৷ স্পট ফিক্সিংয়ের অভিযোগে গ্রেফতার করা হল রাজস্থান রয়্যালসের ক্রিকেটার এস শ্রীসন্থকে৷ একই অভিযোগে রয়্যালসের আরও দুই ক্রিকেটার অঙ্কিত চৌহান ও অজিত চাণ্ডিলিয়াকে গ্রেফতার করা হয়েছে৷ বুধবার গভীর রাতে মুম্বইয়ের ট্রাইডেন্ট হোটেল থেকে গ্রেপ্তার করা হয় শ্রীসস্থ, অঙ্কিত চহ্বন ও অজিত চান্ডিলাকে৷ এই তিন জনকে ইতিমধ্যেই সাসপেন্ড করেছে বিসিসিআই৷ তাঁদের সঙ্গেই পুলিশের জালে ধরা পড়েছে সাত বুকি৷
দিল্লি পুলিশের সন্দেহ, এই চক্রের নেপথ্যে সক্রিয় ভূমিকা রয়েছে আন্ডারওয়ার্ল্ডের৷ বুকি ও ক্রিকেটারদের কাছে দুবাই থেকে ফোন এসেছিল৷ আর এই ফোন থেকেই আন্ডারওয়ার্ল্ডের যোগসূত্র জোরালো হচ্ছে৷ বিশেষ করে জুপিটার, বুন্টি ও কোঠারির নাম ভেসে ওঠায় সন্দেহ প্রবলতর হয়েছে৷ এই তিন বুকিই দাউদ ইব্রাহিমের গ্যাংয়ের সঙ্গে প্রত্যক্ষ ভাবে জড়িত৷ দুবাই থেকে করাচি ও আমদাবাদ- প্রাথমিক ভাবে এই নেটওয়ার্কের সন্ধান মিলেছে৷
বিস্তারিত পড়তে ক্লিক করুন নিচের লিঙ্কে

আইপিএল কলঙ্কের ফিক্সিং কিসসা দিনভর

জেলে সঞ্জয়- আর্থার রোড জেলে নিয়ে যাওয়া হল সঞ্জয় দত্তকে। আজ দুপুর আড়াইটে নাগাদ আত্মসমর্পণের জন্য মুম্বইয়ের বিশেষ টাডা আদালতে পৌঁছন সঞ্জয়। টান ৬ ঘণ্টা ধরে আত্মসমর্পণ প্রক্রিয়া চলার পর তাঁকে পাঠানো হল আর্থার রোড জেলে। তাঁর সঙ্গে ছিলেন বোন প্রিয়া দত্ত। আদালত চত্বর ঘিরে রয়েছে কড়া নিরাপত্তা। মুন্নাভাইয়ের পাশে দাঁড়িয়েছে গোটা বলিউড।

বিস্তারিত পড়তে ক্লিক করুন

সময়কে পিছনে ফেলে গারদ বন্দি খলনায়ক

.