পুণের ইয়েরওয়াড়া জেলে সরানো হল মুন্নাভাইকে
আর্থার রোড জেল থেকে পুণের ইয়েরওয়াড়া জেলে সরানো হল সঞ্জয় দত্তকে। বেআইনি অস্ত্র রাখার দায়ে আদালতে দোষী সাব্যস্থ হন মুন্না ভাই। এরপর ষোলোই মে আদালতে আত্মসমর্পণ করেন তিনি। সেই থেকে মুন্না তাঁর ঠিকানা ছিল মুম্বইয়ের আর্থার রোড জেল।
আর্থার রোড জেল থেকে পুণের ইয়েরওয়াড়া জেলে সরানো হল সঞ্জয় দত্তকে। বেআইনি অস্ত্র রাখার দায়ে আদালতে দোষী সাব্যস্থ হন মুন্না ভাই। এরপর ষোলোই মে আদালতে আত্মসমর্পণ করেন তিনি। সেই থেকে মুন্না তাঁর ঠিকানা ছিল মুম্বইয়ের আর্থার রোড জেল।
নিরাপত্তার কারণে তাঁকে রাখা হয় আন্ডা সেলে। যার কিছুটা মাটির ওপরে আর কিছু অংশ মাটির তলায়। আলো বাতাসের সমস্যা থাকায় আদালতে এই প্রকৃতির সেল নিয়ে আপত্তি জানিয়ে ছিলেন সঞ্জয় দত্তের আইনজীবী। এই কদিন নির্দিষ্ট করে জেলে কোনও কাজও দেওয়া হয়নি মুন্না ভাইকে। এবার পাকাপাকি ভাবে তাঁকে পুণের ইয়েরওড়ারা জেলে স্থানান্তরিত করা হল। সেখানেই রাঁধুনি বা বাগানের কোনও কাজ দেওয়া হতে পারে সঞ্জয় দত্তকে। আপাতত তিন বছরের জন্য খলনায়কের নতুন ঠিকানা পুণের ইয়েরওয়াড়া জেল।