BJP Alleged Kejriwal: ফেক নিউজ ছড়াচ্ছেন কেজরিওয়াল, আপকে আক্রমণ সম্বিত পাত্রর
বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র বলেছেন যে অরবিন্দ কেজরিওয়াল এবং মনীশ সিসোদিয়া খুব ভাল করেই জানেন যে সত্যেন্দ্র জৈনের যা হয়েছে, মনীশ সিসোদিয়ারও একই অবস্থা হতে চলেছে। তারা ভাল করেই জানে যে তারা আইনগতভাবে ভুল করেছেন। তাই তারা সিদ্ধান্ত নিয়েছে যে এবার হট্টগোল তৈরি করতে হবে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অভিযুক্ত অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে বিজেপি একটি বড় অভিযোগ বিজেপির। তাদের দাবি দিল্লির স্কুলগুলিকে নিয়ে ভুয়ো খবর ছড়িয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইট করেন যে ব্রিটেনের প্রধানমন্ত্রী পদপ্রার্থী দিল্লির স্কুলগুলির মডেল দেখে মুগ্ধ এবং তিনি এই মডেলের বিষয় খোঁজ খবর করছেন। বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র বলেছেন, এই দাবি সম্পূর্ণ মিথ্যা। অরবিন্দ কেজরিওয়াল দিল্লিতে ৫০০ স্কুল খোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু বাস্তবে হয়েছে ঠিক উল্টো। এখানে অনেক স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। অরবিন্দ কেজরিওয়াল বলেন যে তিনি দিল্লির স্কুলগুলিকে এত সুন্দর করে তুলবেন যাতে মন্ত্রীদের ছেলেমেয়েরাও সেখানে পড়াশোনা করবে এবং কোনও প্রাইভেট স্কুলে তারা যাবে না। বিজেপি দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে চ্যালেঞ্জ করে প্রমাণ দিতে বলেছে যে কতজন মন্ত্রীর সন্তান সরকারি স্কুলে পড়ে।
বিজেপির অভিযোগ, আবগারি কেলেঙ্কারির সঙ্গে মণীশ সিসোদিয়া জড়িত। যে মদ মাফিয়ারা খুচর উৎপাদনে আসতে পারেনি, দিল্লিতে রেওয়াড়ির মাধ্যমে তাদেরকে ঠিকাদারি দিয়েছেন মনীশ সিসাদিয়া। অরবিন্দ কেজরিওয়ালের নির্দেশে এই সমস্ত মদ মাফিয়াদের মধ্যে ঠেকা বণ্টন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
সম্বিত পাত্র অভিযোগ করেছেন যে অরবিন্দ কেজরিওয়াল এবং মণীশ সিসোদিয়া তাদের মদ মাফিয়া বন্ধুদের ১৪৪ কোটি টাকা মুকুব করে নিজেদের বন্ধুত্ব পালন করেছেন। দিল্লি মন্ত্রিসভা প্রথমে সবকিছু পাশ করে, তারপরে সবকিছু খারিজ করে দেয় কারণ তারা জানত যে তারা ভুল করেছে।
বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র বলেছেন যে অরবিন্দ কেজরিওয়াল এবং মনীশ সিসোদিয়া খুব ভাল করেই জানেন যে সত্যেন্দ্র জৈনের যা হয়েছে, মনীশ সিসোদিয়ারও একই অবস্থা হতে চলেছে। তারা ভাল করেই জানে যে তারা আইনগতভাবে ভুল করেছেন। তাই তারা সিদ্ধান্ত নিয়েছে যে এবার হট্টগোল তৈরি করতে হবে।
গেরুয়া পার্টির নেতা সম্বিত পাত্র কেজরিওয়ালকে ফ্রিবি রাজনীতি করার দায়ে অভিযুক্ত করেছেন। তিনি বলেছেন, ‘গতকাল, অরবিন্দ কেজরিওয়াল একটি জাল খবর টুইট করেছেন যেখানে বলা হয়েছে যে 'ব্রিটেনের প্রধানমন্ত্রী পদপ্রার্থী দিল্লির স্কুলের মডেল দেখে মুগ্ধ হয়েছেন এবং সেই কারণেই তিনি মডেলটি শিখছেন'। পরে দেখা যায় যে এটি ভুয়ো খবর এবং অরবিন্দ কেজরিওয়াল তার প্রচারের জন্য এটি ব্যবহার করেছেন।'