সলমনকে `মাঞ্জা` বানিয়েও ঘুড়ি কাটা হল না মোদীর

কাজে এল না মোদীর সলমন তাস। একসঙ্গে ঘুড়ি ওড়ানোর পর গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঢালাও সার্টিফিকেট দিলেন সলমন খান। কিন্তু প্রধানমন্ত্রী পদে মোদীকে দেখতে চান কিনা, সেই প্রশ্ন সযত্নে এড়িয়ে গেলেন তিনি। বলিউড তারকা বললেন, যোগ্যতম ব্যক্তিরই দেশের প্রধানমন্ত্রী হওয়া উচিত।

Updated By: Jan 14, 2014, 05:19 PM IST

কাজে এল না মোদীর সলমন তাস। একসঙ্গে ঘুড়ি ওড়ানোর পর গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঢালাও সার্টিফিকেট দিলেন সলমন খান। কিন্তু প্রধানমন্ত্রী পদে মোদীকে দেখতে চান কিনা, সেই প্রশ্ন সযত্নে এড়িয়ে গেলেন তিনি। বলিউড তারকা বললেন, যোগ্যতম ব্যক্তিরই দেশের প্রধানমন্ত্রী হওয়া উচিত।

সংখ্যালঘু ভোটব্যাঙ্ককে কাছে টানতেই সলমন খানকে ঘুড়ি উত্সবে নিয়ে আসেন নরেন্দ্র মোদী। নিজের ছবির প্রমোশনে আমেদাবাদে এসেছিলেন সলমন খান। আর তারই ফাঁকে অংশ নিলেন নরেন্দ্র মোদীর ঘুড়ি উত্সবে। মোদীর সঙ্গে মধ্যাহ্নভোজেও অংশ নেন সলমন খান।

দেশের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন, এই প্রশ্নের উত্তরে অবশ্য সলমনের জবাব, সেরা প্রার্থীই প্রধানমন্ত্রী হোন৷ মোদীর ভাগ্যে যা আছে, তিনি তাই পাবেন৷

.