সাহারার বিনিয়োগকারীদের টাকা কিস্তিতে মেটানোর আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

সাহারার বিনিয়োগকারীদের প্রাপ্য টাকা কিস্তিতে মেটানোর আর্জি খারিজ করে দিল সুপ্রিমকোর্ট। আজ সাহারার তরফে সর্বোচ্চ আদালতে দুটি প্রস্তাব দেওয়া হয়। প্রস্তাবে বলা হয়, তিনদিনের মধ্যে তারা বিনিয়োগকারীদের আড়াই হাজার কোটি টাকা মিটিয়ে দেবে।

Updated By: Mar 7, 2014, 03:32 PM IST

সাহারার বিনিয়োগকারীদের প্রাপ্য টাকা কিস্তিতে মেটানোর আর্জি খারিজ করে দিল সুপ্রিমকোর্ট। আজ সাহারার তরফে সর্বোচ্চ আদালতে দুটি প্রস্তাব দেওয়া হয়। প্রস্তাবে বলা হয়, তিনদিনের মধ্যে তারা বিনিয়োগকারীদের আড়াই হাজার কোটি টাকা মিটিয়ে দেবে।

বাকি টাকা মেটানো হবে দেড় বছরের মধ্যে। সাহারার এই প্রস্তাব খারিজ করে দিয়েছে সুপ্রিমকোর্ট। সাহারার এই প্রস্তাবে সুব্রত রায়কে তিরষ্কার করে সর্বোচ্চ আদালত। সুপ্রিমকোর্টের মতে, এই প্রস্তাব অসম্মানজনক। আদালত অবশ্য সুব্রত রায়ের আইনজীবী ও অর্থনৈতিক উপদেষ্টাদের তাঁর সঙ্গে দেখা করার অনুমতি দিয়েছে। প্রতিদিন সকাল দশটা থেকে দুপুর বারোটার মধ্যে তাঁদের জেলে গিয়ে দেখা করার অনুমতি দিয়েছে আদালত।

.