Sachin Pilot: কংগ্রেস ছাড়ছেন সচিন পাইলট? BJP সভাপতির কথায় দলবদলের জল্পনা তুঙ্গে
ফের কংগ্রেসে ভাঙনের কালো মেঘ।
নিজস্ব প্রতিবেদন: ফের কংগ্রেসে (Congress) ভাঙনের কালো মেঘ। একদিকে যখন কানহাইয়া কুমার, জীগনেশ মেবানিদের দলে নিয়ে ক্ষয়ীষ্ণু দলকে টেনে তোলার চেষ্টা করছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। তখন কংগ্রেস (Congress) ছাড়তে পারেন আরও এক তরুণ নেতা।
জোর জল্পনা, কংগ্রেস ছাড়তে পারেন রাজস্থানের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সচিন পাইলট (Sachin Pilot)। বিজেপিতে (BJP) যোগ দিতে পারেন তিনি। শুক্রবার এই জল্পনা বাড়ালেন রাজস্থান বিজেপির (BJP) সভাপতি এপি আব্দুল্লাকুট্টি (AP Abdullakutty)। সচিন পাইলটের (Sachin Pilot) কংগ্রেস (Congress) ত্যাগের জল্পনা বাড়িয়ে সংবাদমাধ্যমে তিনি বলেন, "সচিন পাইলট একজন যোগ্য নেতা। আমার আশা ভবিষ্যতে উনি বিজেপির হাত ধরবেন।"
আরও পড়ুন: Mustard Oil Prices: কবে থেকে কমবে সরষের তেলের দাম? জানালেন কেন্দ্রের খাদ্য সচিব
আরও পড়ুন: Post-Poll Violence Case: CBI তদন্ত নিয়ে রাজ্যের মামলায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
তবে আগেও সচিন পাইলটের (Sachin Pilot) বিজেপিতে যোগ দেওয়ার নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। যখন মুখ্যমন্ত্রী অশোক গেহলটের (Ashok Gehlot) বিরুদ্ধে প্রতিবাদ জানান পাইলটের সমর্থনে থাকা বিধায়করা। যদিও তখন বিজেপতে যোগ দেওয়ার জল্পনা উড়িয়ে দেন সচিন পাইলটের (Sachin Pilot)।