আচমকা অপসারিত সুজাতা সিং, মোদী সরকারের নয়া বিদেশ সচিব এস জয়শঙ্কর
বিদেশ সচিব পদ থেকে সুজাতা সিংকে আচমকাই সরিয়ে দিল মোদী সরকার। নতুন বিদেশ সচিব হচ্ছেন বর্তমানে আমেরিকায় ভারতের রাষ্ট্রদূত এস জয়শঙ্কর। অবসরগ্রহণের মাত্র দুদিন আগে আজই কার্যভার গ্রহণ করবেন তিনি। নিয়মমাফিক তাঁর কার্যকালের মেয়াদ থাকবে আগামী দুবছর।
নয়া দিল্লি: বিদেশ সচিব পদ থেকে সুজাতা সিংকে আচমকাই সরিয়ে দিল মোদী সরকার। নতুন বিদেশ সচিব হচ্ছেন বর্তমানে আমেরিকায় ভারতের রাষ্ট্রদূত এস জয়শঙ্কর। অবসরগ্রহণের মাত্র দুদিন আগে আজই কার্যভার গ্রহণ করবেন তিনি। নিয়মমাফিক তাঁর কার্যকালের মেয়াদ থাকবে আগামী দুবছর।
গতকাল রাতে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মন্ত্রিসভার নিয়োগ বিষয়ক কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সেপ্টেম্বরে মোদীর আমেরিকা সফরের সময়ে এবং ওবামার ভারত সফরের ক্ষেত্রেও রাষ্ট্রদূত হিসাবে জয়শঙ্কেরর বিশেষ ভূমিকা ছিল। বিদায়ী বিদেশসচিব সুজাতা সিংয়ের কার্যকালের মেয়াদ ছিল আগামী আগস্ট পর্যন্ত। আচমকাই অপসারণের পর এখনও তাঁকে নতুন কোনও পদে বহাল করা হয়নি।