Record Low: মার্কিন ডলারের নিরিখে কমল টাকার দাম

বিশ্ববাজারের নিরিখে সেনসেক্সও ১৫০০ পয়েন্ট নেমেছে। ডলার ইনডেক্স ১০৪ মার্ক অতিক্রম করেছে।

Updated By: Jun 13, 2022, 01:31 PM IST
Record Low: মার্কিন ডলারের নিরিখে কমল টাকার দাম

নিজস্ব প্রতিবেদন: মার্কিন ডলারের নিরিখে কমল টাকার দাম। ভারতীয় টাকার দাম নেমে এল ৭৮ টাকায়। ইদানীং কালের মধ্যে রুপির দাম এত কমেনি। গত দশ বছরে প্রথমবার কমে এটা হয়েছিল ৭৮.২৮ টাকা।

বিশ্ববাজারের নিরিখে সেনসেক্সও ১৫০০ পয়েন্ট নেমেছে। ডলার ইনডেক্স ১০৪ মার্ক অতিক্রম করেছে।

টাকার দাম এভাবে কমার অনেকগুলি কারণ রয়েছে:

এর মধ্যে অন্যতম হল-- বিশ্ববাজারে তেলের দামের ঊর্ধ্বগামিতা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। ইদানীং কালে এ দুটি কারণের জন্যই টাকার দাম ক্রমশ কমেছে।  

(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

আরও পড়ুন: Sunken Royal Warship: প্রায় সাড়ে তিনশো বছরের পুরনো যুদ্ধজাহাজের সন্ধান; জলের নীচে আস্ত 'টাইম ক্যাপসুল'!

.