নামতে নামতে ষাটেরও নিচে টাকা

সর্বকালীন রেকর্ড পতন হল টাকার দামের। বুধবার ডলারের নিরিখে ষাটেরও নিচে নেমে গেল টাকার দাম। এ দিন বাজার খোলার সময়ে ডলারের অনুপাতে টাকার দাম ছিল ৬০ টাকা ৭১ পয়সা। গত সপ্তাহে ডলারের নিরিখে টাকার দাম ছিল ৫৮ টাকা ৬৮ পয়সা। তার পরেও লাগাম পড়েনি টাকার পতনে।

Updated By: Jun 26, 2013, 05:49 PM IST

সর্বকালীন রেকর্ড পতন হল টাকার দামের। বুধবার ডলারের নিরিখে ষাটেরও নিচে নেমে গেল টাকার দাম। এ দিন বাজার খোলার সময়ে ডলারের অনুপাতে টাকার দাম ছিল ৬০ টাকা ৭১ পয়সা। গত সপ্তাহে ডলারের নিরিখে টাকার দাম ছিল ৫৮ টাকা ৬৮ পয়সা। তার পরেও লাগাম পড়েনি টাকার পতনে।
বন্ডের দামে পতনের জন্যেই টাকার দামে এই রেকর্ড পতন। মার্কিন ফেডারেল রিজার্ভের তরফে আর্থিক স্টিমুলাসে ঘাটতির কথা জানানোর ফলেই শেয়ার দালালরা আতঙ্কিত হয়ে পড়াতেই এই পতন বলে মনে করা হচ্ছে। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, দেশের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট ও ক্রেডিট ডেফিসিটের জন্যই টাকার দামের এই রেকর্ড পতন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রিজার্ভ ব্যাঙ্ক হস্তক্ষেপ করতে পারে বলে আশা করছে অর্থনৈতিক মহল।

.