স্পিকারের মাইক কেড়ে, চেয়ার ভেঙে, আস্থা ভোটে ধুন্ধুমার তামিলনাড়ু বিধানসভা
আস্থা ভোট ঘিরে ধুন্ধুমার তামিলনাড়ু বিধানসভায়। স্পিকারের চেয়ারে উঠে বসে পড়লেন বিরোধী বিধায়ক। চলল চেয়ার ভাঙচুর, কাগছ ছেঁড়া। বিধানসভা ছেড়ে বেড়িয়ে যান স্পিকার পি ধনপাল। দুপুর একটায় ফের সভা শুরু হলেও পরিস্থিতি বদল হয়নি। তিনটে পর্যন্ত সভা মুলতুবি হয়েছে। আজ আস্থা ভোটে নিজের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে নতুন মুখ্যমন্ত্রী EK পালালিস্বামীকে।
ওয়েব ডেস্ক : আস্থা ভোট ঘিরে ধুন্ধুমার তামিলনাড়ু বিধানসভায়। স্পিকারের চেয়ারে উঠে বসে পড়লেন বিরোধী বিধায়ক। চলল চেয়ার ভাঙচুর, কাগছ ছেঁড়া। বিধানসভা ছেড়ে বেড়িয়ে যান স্পিকার পি ধনপাল। দুপুর একটায় ফের সভা শুরু হলেও পরিস্থিতি বদল হয়নি। তিনটে পর্যন্ত সভা মুলতুবি হয়েছে। আজ আস্থা ভোটে নিজের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে নতুন মুখ্যমন্ত্রী EK পালালিস্বামীকে।
DMK MLAs protest in assembly demanding secret ballot, tear and throw paper #floortest (earlier visuals) pic.twitter.com/oxhOKVH2tu
— ANI (@ANI_news) February 18, 2017
গোপন ব্যালটে ভোট চেয়ে প্রথম থেকেই সুর চড়ান বিরোধী DMK বিধায়করা। রাজি হননি স্পিকার। আর তাতেই ধুন্ধুমার। স্পিকারের মাইক কেড়ে নেওয়া হয়। তাঁর চেয়ারে গিয়ে বসে পড়েন DMK স্পিকার কুকুসেলভম। স্পিকারের অভিযোগ, DMK বিধায়করা তাঁকে নিগ্রহ করেছেন। বিধানসভা পুলিস ডেকে DMK বিধায়কদের বের করে দেন স্পিকার।
#WATCH DMK MLAs scuffle with TN Assembly speaker, protesting DMK MLA Ku Ka Selvam sat on speaker chair #floortest (Jaya TV) pic.twitter.com/CkMQY9FfQx
— ANI (@ANI_news) February 18, 2017
আরও পড়ুন, 'বহিষ্কৃত শশীকলা'! তামিলনাডুর রাজনীতিতে নতুন মোড়