সেবার আড়ালে মাদার টেরেজার মূল উদ্দেশ্যই ছিল ধর্মান্তরণ: মোহন ভগবত

গরীবদের সেবা করার পিছনে মাদার টেরেজার মূল উদ্দেশ্যই ছিল ক্রিশ্চান ধর্মে ধর্মান্তরণ। সোমবার এমনটাই দাবি করলেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক প্রধান মোহন ভগবত।  

Updated By: Feb 24, 2015, 09:48 AM IST
সেবার আড়ালে মাদার টেরেজার মূল উদ্দেশ্যই ছিল ধর্মান্তরণ: মোহন ভগবত

ওয়েব ডেস্ক: গরীবদের সেবা করার পিছনে মাদার টেরেজার মূল উদ্দেশ্যই ছিল ক্রিশ্চান ধর্মে ধর্মান্তরণ। সোমবার এমনটাই দাবি করলেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক প্রধান মোহন ভগবত।  

রাজস্থানের ভরতপুর অঞ্চলে 'আপনা ঘর' এনজিও-র একটি অনুষ্ঠানে গিয়ে সরসঙ্ঘচালক বলেন ''মাদার টেরেজা হয়ত কিছু ভাল কাজ করেছেন। কিন্তু তাঁর কাজের লক্ষ্য ছিল একটাই। ক্রিশ্চান ধর্মে ধর্মান্তরণ।''

তবে তিনি জানিয়েছেন তাঁর ধর্মান্তরণ নিয়ে কোনও সমস্যা নেই। তাঁর মতে সেবার দোহাই দিয়ে ধর্মান্তরণে সমস্যাজনক।  

'আপনা ঘর' এনজিওটি-র ভূয়সী প্রশংসা করেছেন তিনি।

সোমবার সঙ্ঘপ্রধান ভরতপুর থেকে ৮ কিলোমিটার দূরে বাঝেরা গ্রামে এই এনজিও-টির অসহায় নারী ও শিশুদের জন্য 'মহিলা সদন' ও 'শিশু বাল ঘর'-এর উদ্বোধন করেন মোহন ভগবত।

 

 

.