দরকার কিডনি প্রতিস্থাপন, লালুকে কিডনি দেবেন কন্যা রোহিণী

বর্তমানে দিল্লিতে রয়েছেন লালু যাদব। জামিনে জেলের বাইরে রয়েছেন তিনি। পশুখাদ্য কেলেঙ্কারির মামলায় তার ভূমিকার জন্য তাকে কারাগারে পাঠানো হয়েছিল। চিকিৎসার জন্য দিল্লি এবং রাঁচিতে একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

Updated By: Nov 10, 2022, 07:57 PM IST
দরকার কিডনি প্রতিস্থাপন, লালুকে কিডনি দেবেন কন্যা রোহিণী

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত কিছুদিন ধরেই অসুস্থ বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। জানা গিয়েছে তার মেয়ে রোহিণী আচার্য তাঁকে একটি কিডনি দান করবেন। এই মাসের শেষের দিকে কিডনি প্রতিস্থাপন হবে এই বর্ষীয়ান আরজেডি নেতার। সিঙ্গাপুরবাসী লালু যাদবের দ্বিতীয় কন্যা রোহিনী আচার্য জানিয়েছেন, ‘হ্যাঁ, এটা সত্যি। আমি ভাগ্যের সন্তান এবং বাবাকে আমার কিডনি দিতে পেরে আমি গর্বিত’।

৭৪ বছর বয়সী লালু যাদব গত মাসে সিঙ্গাপুর থেকে ফিরে আসেন। সেখানে তিনি চিকিৎসার জন্য গিয়েছিলেন। প্রবীণ রাজনীতিবিদ এবং তিনবারের বিহারের মুখ্যমন্ত্রী একাধিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ভুগছেন। সম্প্রতি তাকে কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেওয়া হয়েছে।

পরিবারের একজন সদস্যের সূত্রে জানা গিয়েছে, ‘রোহিনী আচার্য তার বাবাকে নতুন জীবন দেওয়ার জন্য এই পদক্ষেপ নিয়েছিলেন’।

রোহিনী আচার্য গত মাসে ট্যুইটে তার বাবার সঙ্গে একটি ছবি শেয়ার করেছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, ‘এই দেশে আপনার উপস্থিতি প্রয়োজন যাতে দেশ অত্যাচারী চিন্তাধারার বিরুদ্ধে লড়াই করতে পারে’।

 

আরও পড়ুন: ইঞ্জিনিয়ার থেকে রাজনীতিবিদ, কেমন ছিল মোদীভক্ত রিভাবা-র জার্নি?

বর্তমানে দিল্লিতে রয়েছেন লালু যাদব। জামিনে জেলের বাইরে রয়েছেন তিনি। পশুখাদ্য কেলেঙ্কারির মামলায় তার ভূমিকার জন্য তাকে কারাগারে পাঠানো হয়েছিল। চিকিৎসার জন্য দিল্লি এবং রাঁচিতে একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

জানা গিয়েছে, এইমস-এর চিকিৎসকরা এই বিষয়ে কিছু জানেন না। এখানেই লালু প্রসাদের আগে চিকিৎসা করা হয়েছিল। তারা বলেছিলেন যে এই খবর সম্পর্কে তাদের কোনও ধারণা নেই। নাম প্রকাশ না করার শর্তে একজন চিকিৎসক জানিয়েছেন যে অন্য দেশে এই প্রতিস্থাপন ঘটলে AIIMS থেকে কোনও অনুমতির প্রয়োজন হবে না।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.