গান্ধীর কুশপুত্তলিকায় ‘গুলি’ করায় হিন্দু মহাসভার নেত্রীকে গ্রেফতার করল যোগীর পুলিস

গত ৩০ জানুয়ারি মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে তাঁর প্রতিকৃতিতে প্রতীকী গুলি চালিয়ে বিতর্কের মুখে পড়েন হিন্দু সংগঠনের নেত্রী পূজা পাণ্ডে

Updated By: Feb 6, 2019, 12:21 PM IST
গান্ধীর কুশপুত্তলিকায় ‘গুলি’ করায় হিন্দু মহাসভার নেত্রীকে গ্রেফতার করল যোগীর পুলিস
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: মহাত্মা গান্ধীর ছবিতে প্রতীকী গুলি চালানোয় অখিল ভারতীয় হিন্দু মহাসভার নেত্রী পূজা শাকুন পাণ্ডেকে গ্রেফতার করল যোগীর পুলিস। আরও ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিসের তরফে জানানো হয়, ইতিমধ্যে পূজার স্বামী অশোক পাণ্ডেকেও হেফাজতে নিয়েছে পুলিস।

আরও পড়ুন- লোকসভা ভোটের ভুয়ো নির্ঘণ্ট প্রকাশিত করে গ্রেফতার যুবক

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে তাঁর প্রতিকৃতিতে প্রতীকী গুলি চালিয়ে বিতর্কের মুখে পড়েন হিন্দু সংগঠনের নেত্রী পূজা পাণ্ডে। পাশাপাশি, গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের সম্মানে ওই দিনটি ‘শৌর্য দিবস’ হিসাবে পালিত করা হয়। তাঁর প্রতিকৃতিতেও মালা দেওয়া হয়। বিতরণ করা হয় মিষ্টি। ভিডিয়োতে ওই নেত্রীকে বলতে শোনা গিয়েছে, প্রতি বছর দশেরায় যেমন রাবণ পোড়ানো হয়, গান্ধীজির মৃত্যুদিনও সে ভাবে পালন করা উচিত।

আরও পড়ুন- আজ ইডির কাছে হাজিরা দেবেন প্রিয়ঙ্কার স্বামী রর্বাট বঢরা

চলতি বছর গান্ধীজির ১৫০ তম জন্মবার্ষিকী মহাসমারোহে পালন করছে মোদী সরকার। এ বারের প্রজাতন্ত্র দিবসে গান্ধীজির ভাবনা বিভিন্ন ট্যাবলোয় তুলে ধরা হয়। মহাত্মা গান্ধীকে সামনে রেখেই ‘স্বচ্ছ ভারত’ প্রকল্পের প্রচার চালিয়ে যাচ্ছেন নরেন্দ্র মোদী। উল্লেখ্য, নাথুরাম গডসেকে নিয়ে গৌরবান্বিত করার ঘটনা হিন্দু মহাসভার এই প্রথম নয়। ২০১৫ সালে ওই সংগঠনের নেতা স্বামী প্রাণবননন্দ ঘোষণা করেন কর্ণাটকের ৬ জেলায় গডসের মূর্তি স্থাপন করা হবে। তাঁকে প্রকৃত ‘দেশপ্রেমী’ বলে সম্বোধন করেন তিনি। উল্লেখ্য, ১৯৪৮ সালে ৩০ জানুয়ারি মহাত্মা গান্ধীকে গুলি করে খুন করেন আরএসএস নেতা নাথুরাম গডসে।

.