ঋণ দেওয়ার ক্ষেত্রে সুদের হার কম করল স্টেট ব্যাঙ্ক

নতুন সুদের হার কার্যকর হবে আগামী ১০ অক্টোবর থেকে

Updated By: Oct 9, 2019, 01:42 PM IST
ঋণ দেওয়ার ক্ষেত্রে সুদের হার কম করল স্টেট ব্যাঙ্ক

নিজস্ব প্রতিবেদন: বাড়ি যাঁরা করতে চান তাদের জন্য সুখবর। ঋণ দেওয়ার ক্ষেত্রে সুদের হার কম করল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। নতুন সুদের হার কার্যকর হবে আগামী ১০ অক্টোবর থেকে।

আরও পড়ুন-বিশ্বজুড়ে আর্থিক মন্দার প্রভাব অনেক বেশি প্রকট ভারতে, বললেন আইএমএফ প্রধান

মোটা টাকা ঋণের ক্ষেত্রে এক বছরের জন্য সুদের হার ৮.১৫ থেকে কমে হল ৮.০৫ শতাংশ। রিজার্ভ ব্যাঙ্ক তার রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কম করার পর এনিয়ে এই আর্থিক বছরে ৬ বার ঋণ দেওয়ার ক্ষেত্রে মার্জিন্যাল কস্ট(এমসিএলআর)কম করল এসবিআই।

স্টেট ব্যাঙ্কের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, উত্সবের সময়ে গ্রাহকদের কথা মাথায় রেখে এই সুবিধে দেওয়ার শুরু করল স্টেট ব্যাঙ্ক।

আরও পড়ুন-দল থেকে সুবিধা নিয়ে যাঁরা দুঃসময়ে পাশে থাকে না, আমরা তেমনটা নই: কংগ্রেস ছাড়ার জল্পনা ওড়ালেন সলমন

কী এই এমসিএলআর? এটি হল সর্বনিম্ন সুদের হার যার থেকে কম সুদ ব্যাঙ্ক নিতে পারে না। তবে এর কম হতে পারে একমাত্র রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা থাকলেই। ফলে কারও যদি কেউ যদি এসবিআই থেকে হোম লোন নিয়ে থাকেন তাহলে তার ইএমআই কমে যাবে।

.