দরিদ্র উচ্চশ্রেণীর সংরক্ষণের দাবি বহুজন সমাজবাদী পার্টি সমর্থিত: মায়াবতী

দরিদ্র উচ্চশ্রেণীর সংরক্ষণের দাবি যে তাঁর বহুজন সমাজবাদী পার্টি সমর্থন করেন, দুহাজার বারো সালে রাজ্যে নির্বাচনের আগে তা জানিয়ে দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মায়াবতী। উচ্চশ্রেণির মন পেতেই মায়াবতীর এই কৌশল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Updated By: Nov 14, 2011, 09:18 AM IST

দরিদ্র উচ্চশ্রেণীর সংরক্ষণের দাবি যে তাঁর বহুজন সমাজবাদী পার্টি সমর্থন করেন, দুহাজার বারো সালে রাজ্যে নির্বাচনের আগে তা জানিয়ে দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মায়াবতী। উচ্চশ্রেণির মন পেতেই মায়াবতীর এই কৌশল বলেই মনে করছে রাজনৈতিক মহল। রবিবার লখনউয়ে এক জনসভায় দলিত নেত্রী মায়াবতী বলেন, উচ্চশ্রেণির বেশিরভাগ অংশের হাতে টাকা নেই। তিনি দলিতনেত্রী বলে উচ্চশ্রেণির মানুষের কথা ভাবেন না, সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের এই প্রচারে কান না দেওয়ার জন্যও দলীয় কর্মীদের অনুরোধ করেছেন মায়াবতী। পাশাপাশি, তাঁর সমাজবাদী পার্টি, কংগ্রেস এবং বিজেপির শাসনের সময়কালকে রাজ্যের নেতিবাচক সময়কাল হিসেবে বর্ণনা করেন দলিত নেত্রী।

.