আন্দামানে পর্যটকদের উদ্ধারে অভিযান শুরু সেনা এবং উপকূলরক্ষীবাহিনীর

আন্দামানে বেড়াতে গিয়ে দুর্যোগে আটকে পড়া পর্যটকদের উদ্ধারে অভিযান শুরু করল সেনা এবং উপকূলরক্ষীবাহিনী। সকাল সাড়ে ৯টা নাগাদ পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক আইল্যান্ডের উদ্দেশে রওনা হয় নৌবাহিনীর ৬টি এবং উপকূলরক্ষী বাহিনীর ২টি জাহাজ। যৌথ উদ্ধারকাজে অংশ নিচ্ছে ভারতীয় বায়ুসেনার ৩টি হেলিকপ্টারও। গত কয়েকদিনের গভীর নিম্নচাপে বিপর্যস্ত আন্দামান।

Updated By: Dec 9, 2016, 11:15 AM IST
আন্দামানে পর্যটকদের উদ্ধারে অভিযান শুরু সেনা এবং উপকূলরক্ষীবাহিনীর

ওয়েব ডেস্ক: আন্দামানে বেড়াতে গিয়ে দুর্যোগে আটকে পড়া পর্যটকদের উদ্ধারে অভিযান শুরু করল সেনা এবং উপকূলরক্ষীবাহিনী। সকাল সাড়ে ৯টা নাগাদ পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক আইল্যান্ডের উদ্দেশে রওনা হয় নৌবাহিনীর ৬টি এবং উপকূলরক্ষী বাহিনীর ২টি জাহাজ। যৌথ উদ্ধারকাজে অংশ নিচ্ছে ভারতীয় বায়ুসেনার ৩টি হেলিকপ্টারও। গত কয়েকদিনের গভীর নিম্নচাপে বিপর্যস্ত আন্দামান।

আরও পড়ুন জানেন জয়ললিতার মৃত্যুর পর কত জন আত্মহত্যা করেছেন?

বর্তমানে নিম্নচাপের অবস্থান পোর্ট ব্লেয়ার থেকে ২৪০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। যার প্রভাবে তুমুল ঝড়-বৃষ্টি চলছে। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছুদিন চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন  বিশ্বের যে ১০ টা দেশের পুলিস ফোর্স সবথেকে ভালো

.