তোমার-স্মৃতিতে ভাগ হল বেঙ্কাইয়ার মন্ত্রক
Updated By: Jul 18, 2017, 01:11 PM IST
ওয়েব ডেস্ক: উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী হতেই কেন্দ্রীয় মন্ত্রীত্ব থেকে ইস্তফা দিয়েছেন বেঙ্কাইয়া নাইডু। এবার তাঁর হাতে থাকা অতি গুরুত্বপূর্ণ তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গেল বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানির হাতে। বেঙ্কাইয়ার হাতে থাকা আরেক গুরুত্বপূর্ণ মন্ত্রক নগরোন্নয়নের দায়িত্ব আবার দেওয়া হল কেন্দ্রীয় খনিমন্ত্রী নরেন্দ্র সিং তোমারকে। প্রধানমন্ত্রীর অফিসের তরফে টুইট বার্তায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, সংসদের উচ্চকক্ষের প্রতিনিধি স্মৃতি ইরানির সাংসদ পদের মেয়াদ ফুরচ্ছে আগামী ১৮ই অগাস্ট। গুজরাট থেকে রাজ্যসভায় জিতে এসেছেন স্মৃতি। এদিকে, আগামী ৮ই অগাস্ট রাজ্যসভার নির্বাচন হবে গোয়া, পশ্চিমবঙ্গ এবং গুজরাটে। ফলে পুনরায় নির্বাচিত হবেন স্মৃতি একথা বলাই যায়।