২৬/১১ - র পর তিন বছর কেটে গেল

তিন বছর কেটে গেল। আজমল আমির কসাভ ছাড়া আর কারও বিচার হল না আজও। চোখের জল শুকোলো না স্বজনহারা মানুষগুলোর। তিন বছর আগের ক্ষতচিহ্ন আজও ছড়িয়ে ছিটিয়ে আরব সাগরের পারের শহরজুড়ে।

Updated By: Nov 26, 2011, 03:21 PM IST

তিন বছর কেটে গেল। আজমল আমির কসাভ ছাড়া আর কারও বিচার হল না আজও। চোখের জল শুকোলো না স্বজনহারা মানুষগুলোর। তিন বছর আগের ক্ষতচিহ্ন আজও ছড়িয়ে ছিটিয়ে আরব সাগরের পারের শহরজুড়ে। সময় আসে, সময় চলেও যায়। শুধু স্মৃতিতে থেকে যায় ভয়ঙ্কর সেসব কথা। মুম্বই হামলার তিনবছর পর সেই সব ঘটনাই ফিরে দেখা আজ। শ্রদ্ধা জানানো জঙ্গিদের নিষ্ঠুর হত্যালীলার শিকার নিরীহ সেই সব মানুষকে।

বাণিজ্যনগরী মুম্বই। সারা দেশের কাছে ঈর্ষনীয় মুম্বইয়ের স্পিরিট। কিন্তু এতই কি সহজ চোখের জল মুছে, সব কষ্ট বুকে চেপে রেখে, সারা দেশের সামনে, সারা বিশ্বের সামনে হাসিমুখ ধরে রাখা। সম্ভবত না। তাইতো আজও পুত্রহারা মা খোঁজে ফেরেন হারানো ছেলেকে। সেদিনের নারকীয় লীলার ক্ষত আজও মুছে ফেলতে পারেনি মুম্বই। তবু তারই মধ্যে, ধ্বংসের ওপর সৃষ্টির মতো, বিজিতের ওপর বিজয়ীর মতো, মুম্বইয়ের এ ছবিও বাস্তব। আজকের বাস্তব।

.