অরুণাচল প্রদেশে বায়ুসেনার এএন-৩২ বিমানের ধ্বংসাবশেষ থেকে মিলল ১৩ জনের দেহ

৩ জুনের ওই দুর্ঘটনায় মোট ১৩ জন নিখোঁজ হয়ে যান

Updated By: Jun 20, 2019, 02:25 PM IST
অরুণাচল প্রদেশে বায়ুসেনার এএন-৩২ বিমানের ধ্বংসাবশেষ থেকে মিলল ১৩ জনের দেহ

নিজস্ব প্রতিবেদন: অবশেষে মিলল সাফল্য। গত ৩ জুন অরুণাচল প্রদেশের পায়ুম জেলায় ভেঙে পড়া বায়ুসেনার বিমানের ধ্বংসাবশেষের মধ্যে থেকে মিলল নিহতদের দেহ।

আরও পড়ুন-“ভাটপাড়ায় গুলি চালানোর জন্য পুলিসকে লেলিয়ে দিচ্ছেন মমতা”, তোপ অর্জুনের

বৃহস্পতিবার ভেঙেপড়া ভারতীয় বায়ুসেনার এএন-৩২ বিমানের ধ্বংসাবশের মধ্যে থেকে উদ্ধার হল ৬ দেহ ও ৭ জনের দেহাংশ। গত ১১ জুন ওই ধ্বংসাবশেষ খুঁজে বের করে বায়ুসেনার এমআই-১৭ কপ্টার।

৩ জুনের ওই দুর্ঘটনায় মোট ১৩ জন নিখোঁজ হয়ে যান। বায়ুসেনার এএন-৩২ বিমানটি ওড়ে অসমের জোরহাট থেকে। গন্তব্য ছিল অরুণাচলের মেচুকা। বেলা ১টা নাগাদ রেডার থেকে হারিয়ে যায় রাশিয়ায় তৈরি ২ ইঞ্জিনের ওই বিমানটি। বায়ুসেনা জানিয়ে দেয় যাত্রীদের কেউ বেঁচে নেই। ১১ জুন অরুণাচলের পাহাড়ি এলাকায় ১২০০০ ফিট উঁচুতে মেলে বিমানটির ধ্বংসাবশেষ।

আরও পড়ুন-'কাটমানি ফেরত দিন', তৃণমূল নেতাকে ঘিরে ধরে বিক্ষোভ এলাকাবাসীর

গত এক সপ্তাহ ধরে জোরহাটে বয়ুসেনার বেসক্যাম্প অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন নিহতদের আত্মীয়রা। নিখোঁজদের মধ্যে ছিলেন ৮ বিমানকর্মী ও ৫ বায়ুসেনা কর্মী। ভেঙে পড়ার কারন হিসেবে খারাপ আবহাওয়াকেই দায়ি করছে বায়ুসেনা।

.