যাঁরা টাকা বদল করতে চান, তাঁদের জন্য ভালো খবর
টাকা বদল করতে গেলে কোনও পরিচয়পত্রের জেরক্স দিতে হবে না। সঙ্গে পরিচয়পত্রটি থাকলেই হবে। কিন্তু জেরক্স দেওয়ার কোনও প্রয়োজন নেই। আজ এমনটাই জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। একই কথা জানানো হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফেও।
ওয়েব ডেস্ক : টাকা বদল করতে গেলে কোনও পরিচয়পত্রের জেরক্স দিতে হবে না। সঙ্গে পরিচয়পত্রটি থাকলেই হবে। কিন্তু জেরক্স দেওয়ার কোনও প্রয়োজন নেই। আজ এমনটাই জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। একই কথা জানানো হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফেও।
রিজার্ভ ব্যাঙ্কের কাছে খবর আসে যে, বেশকিছু ব্যাঙ্কে টাকা বদলানোর সময় গ্রাহকদের কাছ থেকে পরিচয়পত্রের জেরক্স নেওয়া হচ্ছে। এরফলে সময় বেশি লাগছে। লাইন লম্বা হয়ে যাচ্ছে। সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে। এই পরিস্থিতি এড়াতেই আজ RBI-এর তরফে এই নির্দেশ দেওয়া হয়।
ইতিমধ্যেই একজন মানুষ যাতে বার বার টাকা বদলানোর সুযোগ না পায়, তাই আঙুলে কালি লাগানো নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় অর্থসচিব। আরও পড়ুন, পাকিস্তানে সহজেই জাল হতে পারে নতুন ৫০০, ২০০০ টাকার নোট!