এই নিয়ে টানা ৩ বার, ফের কমল রেপো রেট, কমতে পারে সুদের হার

ফের একবার কমল রেপো রেট। বৃহস্পতিবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানো হয়েছে। এই নিয়ে টানা তৃতীয় বার কমল রেপো রেট। এবারের হ্রাসের ফলে রেপো রেট দাঁড়াল ৫.৭৫ শতাংশ। 

Updated By: Jun 6, 2019, 01:40 PM IST
এই নিয়ে টানা ৩ বার, ফের কমল রেপো রেট, কমতে পারে সুদের হার

নিজস্ব প্রতিবেদন: ফের একবার কমল রেপো রেট। বৃহস্পতিবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানো হয়েছে। এই নিয়ে টানা তৃতীয় বার কমল রেপো রেট। এবারের হ্রাসের ফলে রেপো রেট দাঁড়াল ৫.৭৫ শতাংশ। 

দ্বিতীয় বার ক্ষমতায় ফেররা পরও স্বস্তিতে নেই মোদী সরকার। তলানিতে আর্থিক বৃদ্ধির হার। কর্মসংস্থানের অবস্থাও তথৈবচ। এই পরিস্থিতিতে রিজার্ভ ব্যাঙ্কের সিদ্ধান্ত মোদী সরকারকে কিছুটা হলেও স্বস্তি দেবে। 

রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট কমানোয় রাষ্ট্রায়ত্ত্ব ও বেসরকারি ব্যাঙ্কগুলি সুদের হার কমাতে পারে বলে অনুমান। সেক্ষেত্রে কমতে পারে EMI.  

 

.