নোট বাতিলের পর ইলেকট্রনিক মুদ্রা আনতে চলেছে আরবিআই

ওয়েব ডেস্ক: নোট বাতিলের পর দেশের অর্থব্যবস্থায় আরও এক পদক্ষেপ করতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। ক্রিপটোকারেন্সি বিট কয়েন সফল হওয়ার পর নিজেদের ইলেকট্রনিক মুদ্রা আনার ভাবনাচিন্তা করছে আরবিআই। শীর্ষ ব্যাঙ্কের এক্সিকিউটিভ ডিরেকটর সুর্দশন সেন নিজেই এমনটা জানিয়েছেন।

ভার্চুয়াল মুদ্রা নিয়ে সাধারণ মানুষকে আগেই সতর্ক করেছিল দেশের শীর্ষ ব্যাঙ্ক। তা সত্ত্বেও বিটকয়েনের জনপ্রিয়তা ঠেকানো ‌যায়নি। দেশের একটি বিটকয়েন বিনিময় কেন্দ্র জানিয়েছে. প্রতিদিনই আড়াই হাজার মানুষ ‌যোগ দিচ্ছে। ডাউনলোড সংখ্যা পৌঁছেছে ৫ লক্ষে। ২০১৫ সালে এই কোম্পানিটি স্থাপিত। 

বদলে ‌যাওয়া সময়ের সঙ্গে আরবিআই-এর ভাবনারও পরিবর্তন হয়েছে। ভারতের নিজস্ব বিটকয়েন নিয়ে পরিকল্পনা করছেন শীর্ষ ব্যাঙ্কের বিশেষজ্ঞ কমিটি। ভারতীয় মুদ্রার বিকল্প হতে পারে বিটকয়েন। এতে ডিজিটাল লেনদেনে সুবিধা হবে। শোনা ‌যাচ্ছে, ভারতীয় বিটকয়েনের নাম হতে পারে 'লক্ষ্মী'।

পিপলস ব্যাঙ্ক অব চায়না ইতিমধ্যেই ভার্চুয়াল মূদ্রা নিয়ে পরীক্ষানিরীক্ষা করেছে। খুব শীঘ্রই তারা নিজস্ব বিটকয়েন ছাড়তে পারে। এক্ষেত্রে চিনের কেন্দ্রীয় ব্যাঙ্কই গোটা বিশ্বে পথপ্রদর্শক হতে চলেছে। এনিয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছে জাপান ও ইউরোপিয়ান ব্যাঙ্কও।

আরও পড়ুন,   আকাশ ছুঁল ভারতের বৈদেশিক মুদ্রাভাণ্ডার

 

English Title: 
RBI is considering on crypto currecies
News Source: 
Home Title: 

নোট বাতিলের পর ইলেকট্রনিক মুদ্রা আনতে চলেছে আরবিআই 

নোট বাতিলের পর ইলেকট্রনিক মুদ্রা আনতে চলেছে আরবিআই
Yes
Is Blog?: 
No
Section: