রেপো রেট কমাল আরবিআই
রেপো রেট কমাল রিজার্ভ ব্যাঙ্ক। ৩ বছর পর এই প্রথম। আগে রেপো রেট ছিল ৮.৫ শতাংশ। এখন তা কমে দাঁড়াল ৮ শতাংশে। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে এ কথা ঘোষণা করেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর ডি সুব্বারাও।
রেপো রেট কমাল রিজার্ভ ব্যাঙ্ক। ৩ বছর পর এই প্রথম। আগে রেপো রেট ছিল ৮.৫ শতাংশ। এখন তা কমে দাঁড়াল ৮ শতাংশে। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে এ কথা ঘোষণা করেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর ডি সুব্বারাও। যে সুদের হারে ব্যাঙ্কগুলি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-এর থেকে ঋণ নেয়, তাকেই রেপো রেট বলে।
আবার যে হারে রিজার্ভ ব্যাঙ্ক, ব্যাঙ্কগুলির কাছ থেকে টাকা জমা রাখে, অর্থাত্ রিভার্স রেপো রেটও ০.০৫ শতাংশ কমানো হয়েছে বলে জানিয়েছে আরবিআই। রেপো রেট কমার ফলে গৃহঋণে সুদের হার কমবে বলেই মনে করছে বিশেষজ্ঞমহল। তবে রিজার্ভ ব্যাঙ্কে যে অনুপাতে ব্যাঙ্কগুলিকে টাকা জমা রাখতে হয়, অর্থাত্ ক্যাশ রিজার্ভ রেশিও বা সিআরআর পরিবর্তন করা হয়নি। আগের ৪.৭৫ শতাংশই অপরিবর্তিত রয়েছে।