জঙ্গি রেডারে রিজার্ভ ব্যাঙ্ক, বম্বে স্টক এক্সচেঞ্জ

জঙ্গি রেডারে রিজার্ভ ব্যাঙ্ক, বম্বে স্টক এক্সচেঞ্জ। শুধু তাই নয়, তিহার জেল, জলন্ধরের BSF হেডকোয়ার্টারেও হামলা চালাতে পারে পাক মদতপুষ্ট জঙ্গিরা। সেই লক্ষ্যে ইতিমধ্যেই ভারতে ঢুকে পড়েছে প্রশিক্ষিত জঙ্গিরা। সতর্কবার্তা জারি করল কেন্দ্রীয় গোয়েন্দারা।

Updated By: Nov 7, 2014, 08:46 PM IST
জঙ্গি রেডারে রিজার্ভ ব্যাঙ্ক, বম্বে স্টক এক্সচেঞ্জ

নয়াদিল্লি: জঙ্গি রেডারে রিজার্ভ ব্যাঙ্ক, বম্বে স্টক এক্সচেঞ্জ। শুধু তাই নয়, তিহার জেল, জলন্ধরের BSF হেডকোয়ার্টারেও হামলা চালাতে পারে পাক মদতপুষ্ট জঙ্গিরা। সেই লক্ষ্যে ইতিমধ্যেই ভারতে ঢুকে পড়েছে প্রশিক্ষিত জঙ্গিরা। সতর্কবার্তা জারি করল কেন্দ্রীয় গোয়েন্দারা।

ছাব্বিশে নভেম্বর দুহাজার আট। স্বাধীন ভারতের ইতিহাসে সবচেয়ে বড় জঙ্গি হামলার ঘটনা ঘটে মুম্বইয়ে। সমুদ্রের পথে অনুপ্রবেশ করে,অর্থনৈতিক রাজধানীকে স্তব্ধ করে দিয়েছিল আজমল কসাভ ও তার নয় সঙ্গী।

আসছে আরেকটা ছাব্বিশ এগারো। এবার আরও বড় নাশকতা চালানো লক্ষ্য জঙ্গিদের। পাক গুপ্তচর সংস্থা ISI-এর মদতপুষ্ট  জঙ্গিদের রেডারে এবার রিজার্ভ ব্যাঙ্ক, বম্বে স্টক এক্সচেঞ্জ। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, দেশের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে একইসঙ্গে হামলা করানোর পরিকল্পনা রয়েছে ISI-এর।

সেই তালিকায় রিজার্ভ ব্যাঙ্ক ও বম্বে স্টক এক্সচেঞ্জ ছাড়াও রয়েছে, দিল্লির তিহাড় জেল, পঞ্জাবে পাতিয়ালা জেল, জলন্ধরে BSF হেডকোয়ার্টার, জম্মু-কাশ্মীরের অবন্তিপুরা এবং বেঙ্গালুরু শহরের গুরুত্বপূর্ণ কোনও ল্যান্ডমার্ক।   

কেন্দ্রীয় গোয়েন্দারা বলছেন, নাশকতা চালানোর উদ্দেশ্যে রাজস্থান সীমান্ত পেরিয়ে ইতিমধ্যেই ভারতে ঢুকে পড়েছে প্রশিক্ষিত জঙ্গিরা। তারা এখন টার্গেটে পৌছনোর চেষ্টা করছে। তাদের হাতে অস্ত্র ও বিস্ফোরক পৌছে দেওয়ার দায়িত্ব বর্তেছে এদেশে জঙ্গি স্লিপার সেলগুলির ওপর। নাশকতা রুখতে বাড়ানো হয়েছে জঙ্গি টার্গেটগুলির নিরাপত্তা।

 

.