জম্মু কাশ্মীরের নির্দল বিধায়ক ইঞ্জিনিয়ার রশিদের মুখে কালি লেপে দেওয়া হল
সুধীন্দ্র কুলকার্নির পর এবার জম্মু কাশ্মীরের নির্দল বিধায়ক ইঞ্জিনিয়ার রশিদ। গো মাংস বিতর্কের জেরে ট্রাকচালক জাহিদ রসুল ভাটের মৃত্যুর প্রতিবাদ করায় আজ রশিদের মুখে
ওয়েব ডেস্ক: সুধীন্দ্র কুলকার্নির পর এবার জম্মু কাশ্মীরের নির্দল বিধায়ক ইঞ্জিনিয়ার রশিদ। গো মাংস বিতর্কের জেরে ট্রাকচালক জাহিদ রসুল ভাটের মৃত্যুর প্রতিবাদ করায় আজ রশিদের মুখে
কালি লেপে দেওয়া হয়। দিল্লিতে জাহিদের পরিবারকে নিয়ে সাংবাদিক বৈঠক করতে যান রশিদ। সেখানেই তিনজন আচমকা তাঁর মুখে কালি লেপে দেয়।
জাহিদের মৃত্যুর প্রতিবাদে আজ বনধের ডাক দেন বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলি শাহ গিলানি। বনধে কার্যত স্তব্ধ হয়ে যায় কাশ্মীর। শ্রীনগরে কারফিউ জারির পাশাপাশি র্যাফ ও সেনা মোতায়েন করা হয়।
আচমকাই বনধ সমর্থনকারী বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের সংঘর্ষ বেধে যায়। বিক্ষোভকারীদের ইটবৃষ্টির পাল্টা কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিস। সংঘর্ষের জেরে বেশ কয়েকটি এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।