মদ নিষিদ্ধ হওয়ায় বিক্রি বেড়েছে এই জিনিসটার!

শেষ ৭ মাসে বিহারে রসগোল্লার বিক্রি বেড়েছে ১৬.২৫ শতাংশ, আর এই বৃদ্ধির পিছনে রয়েছে মদ ব্যান, এমনই দাবি করছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এপ্রিলে বিহার সরকারের মদ ব্যান করার সিদ্ধান্তের পর বিহারে বিক্রি বেড়েছে দুগ্ধ জাতীয় খাবারেরও, দাবি মুখ্যমন্ত্রীর। 

Updated By: Nov 11, 2016, 02:37 PM IST
মদ নিষিদ্ধ হওয়ায় বিক্রি বেড়েছে এই জিনিসটার!

ওয়েব ডেস্ক: শেষ ৭ মাসে বিহারে রসগোল্লার বিক্রি বেড়েছে ১৬.২৫ শতাংশ, আর এই বৃদ্ধির পিছনে রয়েছে মদ ব্যান, এমনই দাবি করছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এপ্রিলে বিহার সরকারের মদ ব্যান করার সিদ্ধান্তের পর বিহারে বিক্রি বেড়েছে দুগ্ধ জাতীয় খাবারেরও, দাবি মুখ্যমন্ত্রীর। 

 

'নিশ্চয় যাত্রা'র চেতনা সভায় গিয়ে নীতিশ কুমার বলেন তাঁর সরকারের 'মদ নিষিদ্ধ' করার সিদ্ধান্তে যে কোনও ভুল নেই, তা প্রমাণ হয়ে গিয়েছে। বরং, মদ নিষিদ্ধ হওয়ার কারণে যে রসগোল্লার বিক্রি বেড়েছে, সেই কথাও জানান। সেই সভাতেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও কটাক্ষ করেন তিনি। যদিও ৫০০ এবং হাজার টাকার নোট নিষিদ্ধ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন তিনি, তবে বিহারে নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করেননি বলেও অভিযোগ করেছেন তিনি। 

.