রমনের নোবেল পুরস্কার নেওয়ার ভিডিয়ো প্রকাশ্যে আনল স্টকহোম

'রমন এফেক্টে'র আবিষ্কারক এশিয়ার প্রথম নোবেলজয়ী বিজ্ঞানী

Updated By: Nov 8, 2020, 01:26 PM IST
রমনের নোবেল পুরস্কার নেওয়ার ভিডিয়ো প্রকাশ্যে আনল স্টকহোম

নিজস্ব প্রতিবেদন: নোবেলজয়ী বিজ্ঞানীর জন্মদিনে একটু অন্যরকম ভাবে বিশেষ শ্রদ্ধা জানাল নোবেল কমিটিই।

ড. সি ভি রমন ১৯৩০ সালে পদার্থবিদ্যায় নোবেল পেয়েছিলেন। গতকাল, শনিবার ছিল তাঁর ১৩২ তম জন্মদিন। সেদিনই নোবেল কমিটি একটি বিরল ভিডিয়ো ফুটেজ প্রকাশ করল। সাদা-কালো সেই ভিডিয়োটি যথারীতি ভাইরাল হয়ে গিয়েছে।

ড. রমন আলো নিয়ে তাঁর ব্যতিক্রমী কাজের জন্য নোবেল পেয়েছিলেন। আলোকবিজ্ঞানে 'রমন এফেক্ট' বলে একটি বিষয়ই অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে তাঁর অবদানের সূত্রে। প্রসঙ্গত, রমনই এশিয়ার প্রথম নোবেলজয়ী বিজ্ঞানী। 

পুরস্কার নিতে স্টকহোমে গিয়েছিলেন সি ভি রমন। ভিডিয়োটি সেই সংক্রান্তই। নোবেল কমিটি তাদের নিজস্ব 'হ্যান্ডেলে' এই ভিডিয়োটি প্রকাশ করেছে। ভিডিয়োটি বিপুল সাড়া ফেলে দিয়েছে।

আরও পড়ুন: জন্মদিনে আডবাণীজিকে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

.