আদালতের কাছে ফাঁসি চাইল ধর্ষক
আদালতে নিজের অপরাধ কবুল করল দিল্লি ধর্ষণকাণ্ডে অভিযুক্ত আরও তিন জন, মুকেশ, ফল বিক্রেতা পবন কুমার ও জিম প্রশিক্ষক বিনয় শর্মা। এর পর পবন ও বিনয়কে ৪ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেওয়া হয়। মুকেশকে ১৪ দিনের জেল হেফাজতে তিহার জেলে পাঠানো হয়।
আদালতে নিজের অপরাধ কবুল করল দিল্লি ধর্ষণকাণ্ডে অভিযুক্ত আরও তিন জন, মুকেশ, ফল বিক্রেতা পবন কুমার ও জিম প্রশিক্ষক বিনয় শর্মা। এর পর পবন ও বিনয়কে ৪ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেওয়া হয়। মুকেশকে ১৪ দিনের জেল হেফাজতে তিহার জেলে পাঠানো হয়। সূত্রে খবর, বিনয় শর্মা অপরাধ কবুল করে এবং আদালতের কাছে তার নিজের ফাঁসির দাবি করে। তবে পবন, বিনয় এবং মুকেশ কেউই টি আই প্যারেডে সম্মতি জানায়নি।
ধর্ষণের ওপর পলাতক অভিযুক্ত অক্ষয় ঠাকুর এবং রাজু সন্দেহে বিহারের ঔরঙ্গাবাদে আটক করা হয় দুই যুবককে। আগামিকাল তাঁদের সণাক্ত করতে ঔরঙ্গাবাদে যাচ্ছে দিল্লি পুলিস।
গতকালই ধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্ত বাসের চালক রাম সিং-কে পাঁচ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।