রাজধানীর রাস্তায় বৃহন্নলাদের নগ্ন নাচ, থমকাল ট্রাফিক

পথচলতি গাড়ির সামনে বিভিন্ন কুরুচিকর কার্যকলাপে স্তব্ধ হয়ে গেল ট্রাফিক।

Updated By: Aug 19, 2018, 09:57 AM IST
রাজধানীর রাস্তায় বৃহন্নলাদের নগ্ন নাচ, থমকাল ট্রাফিক

নিজস্ব প্রতিনিধি : কেউ নগ্ন অবস্থায় শুয়ে রাস্তার উপর। কেউ আবার অর্ধনগ্ন অবস্থায় রাস্তা দিয়ে চলা গাড়ির উপর উঠে নাচানাচি শুরু করেছেন। ৮-১০ জন বৃহন্নলার অদ্ভুত কাণ্ডে থমকে গেল রাজধানীর ট্রাফিক। পথচলতি মানুষ বুঝে উঠতে পারছিলেন না, হচ্ছেটা কী!

আরও পড়ুন-  বানভাসি কেরলে সন্তানসম্ভবা মাকে উদ্ধার করে দেশকে ফের গর্বিত করল সেনা

সমাজিক কোনও সম্মান নেই। নেই অন্নসংস্থানের ঠিকঠাক ব্যবস্থা। প্রবল অসম্মান ও দারিদ্রের মধ্যে দিয়ে দিন গুজরান করতে হয় দিল্লির বৃহন্নলাদের একাংশের। তাঁদের ব্যাপারে সরকারেরও কোনও হেলদোল নেই। দীর্ঘদিন ধরে নিজেদের দাবি-দাওয়া আদায়ের চেষ্টায় একের পর এক কর্মসূচি নিয়েছেন রাজধানীর বৃহন্নলারা। কিন্তু কোনওভাবেই সরকারপক্ষের টনক নড়ছিল না। তাই কার্যত বাধ্য হয়েই এমন কাণ্ড ঘটালেন তাঁরা। যদিও তাঁদের এমন প্রতিবাদের ধরণ নিয়ে সরব হয়েছে সমাজের বিভিন্ন মহল। প্রতিবাদের জেরে নাগরিক জীবনকে বিপর্যস্ত করার কোনও মানে হয় না। বলছে দিল্লির জনতা।

আরও পড়ুন-  মারণ গেম মোমো চ্যালেঞ্জ নিয়ে এবার সতর্কতা জারি ভারতেও

দক্ষিণ দিল্লির গ্রিন পার্ক অঞ্চলে ৮-১০ জন বৃহন্নলার একটা দল রাস্তায় তাণ্ডব চালাল। পথচলতি গাড়ির সামনে বিভিন্ন কুরুচিকর কার্যকলাপে স্তব্ধ হয়ে গেল ট্রাফিক। পথচলতি কেউ একজন বৃহন্নলাদের সেই কাণ্ড মোবাইলে বন্দি করলেন। আর সেই ভিডিও নিমেষে ভাইরাল হল সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রথমে ৮-১০ জন বৃহন্নলা এমন কাণ্ড শুরু করলেও পরে তাঁদের সংখ্যা বাড়তে থাকে। পাল্লা দিয়ে বাড়ে উত্পাত্ও। এর পরই পুলিশ এসে তাদের সরানোর চেষ্টা করে। কিন্তু পুলিশ আসার পর তাঁরা যেন আরও উগ্র হয়ে ওঠেন। দিল্লি পুলিশের এক আধিকারিক বলছিলেন, আমরা ওদের হজ খাস অঞ্চল থেকে সরে যেতে বলি। আইআইটি দিল্লি গেটের সামনে ওরা থাকে। ওদেরকে সেখানে চলে যেতে বলা হয়। কিন্তু এর পরই ওরা আরও বেশি তাণ্ডব করতে শুরু করে।

আরও পড়ুন-  দুর্যোগের মধ্যেই আকাশপথে বন্যা পরিস্থিতি পরিদর্শন মোদীর, নিলেন বড় সিদ্ধান্ত

বেশ কয়েকজন বৃহন্নলাকে গ্রেফতার করেছে পুলিশ। তবে দিল্লি পুলিশের তরফে তাঁদের জন্য এবার কর্মসংস্থানের ব্যবস্থা করার কথা বলা হচ্ছে। দিল্লি পুলিশের যুব স্কিমের আওতায় হসপিটালিটি সেক্টরে এইসব বৃহন্নলাদের চাকরি দেওয়ার কথা ভাবা হচ্ছে।

.