১২ বছরের বিচ্ছেদ কাটিয়ে ফের গেরুয়া শিবিরে প্রত্যাবর্তন, বিজেপির সঙ্গে জোট বাঁধল রাম বিলাস পাসওয়ানের লোক জনশক্তি পার্টি

১২ বছরের বিচ্ছেদের পর ফের পূনর্মিলন। ২০০২ গুজরাট দাঙ্গার পর এনডিএ জোট ছেড়ে বেড়িয়ে গিয়েছিলেন রাম বিলাস পাসওয়ান। ১২ বছর পর ফের গেরুয়া শিবিরে ফিরে এলেন তিনি। যাঁর বিরোধীতা করে একদা এনডিএ ছেড়েছিলেন লোক জনশক্তি পার্টির সুপ্রিমো, গুজরাতের মুখ্যমন্ত্রী সেই নরেন্দ্র মোদীকেই ভারতের প্রধানমন্ত্রী রূপে দিল্লির মসনদ দখলে সমর্থন জানাতে এনডিএ-তে যোগ দিলেন পাসওয়ান।

Updated By: Feb 28, 2014, 09:09 AM IST

১২ বছরের বিচ্ছেদের পর ফের পূনর্মিলন। ২০০২ গুজরাট দাঙ্গার পর এনডিএ জোট ছেড়ে বেড়িয়ে গিয়েছিলেন রাম বিলাস পাসওয়ান। ১২ বছর পর ফের গেরুয়া শিবিরে ফিরে এলেন তিনি। যাঁর বিরোধীতা করে একদা এনডিএ ছেড়েছিলেন লোক জনশক্তি পার্টির সুপ্রিমো, গুজরাতের মুখ্যমন্ত্রী সেই নরেন্দ্র মোদীকেই ভারতের প্রধানমন্ত্রী রূপে দিল্লির মসনদ দখলে সমর্থন জানাতে এনডিএ-তে যোগ দিলেন পাসওয়ান।

বেশ কিছুদিন ধরেই চলছিল জোট নিয়ে চলছিল লাগাতার জল্পনা, টানাপোড়েন, আসন বণ্টন নিয়ে সমঝোতার চেষ্টা, স্বীকার-অস্বীকারের পালা ও একের পর এক বৈঠক। সবকিছু কাটিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় পাসওয়ান বিজেপি প্রেসিডেন্ট রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করে জোট বাঁধার চেষ্টায় পাকাপাকি ইতিবাচক শীলমোহর লাগান। তবে তার আগে বিজেপি প্রেসিডেন্টের বাড়িতে বিহারে আসন বণ্টন নিয়ে সমঝোতায় আসতে দীর্ঘ সময় ব্যয় করেন উভয় পক্ষ। এরপর বিজেপি ও এলজেপি-এর যৌথ সাংবাদিক সম্মেলনে রাজনাথ সিং ঘোষণা করেন আসন্ন লোকসভা নির্বাচনে জোট বাঁধতে চলেছে এই দুটি দল। রাজনাথ সিং জানিয়েছেন বিহারের ৪০টি আসনের মধ্যে এলজেপি লড়বে ৭টি আসনে। বাকি ৩৩টি আসনে প্রার্থী দেবে বিজেপি।

২০০২ সালে অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন এনডিএ জোট ছেড়ে বেড়িয়ে আসার পর রাজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবের সঙ্গে জোট বেঁধে কংগ্রেসকে ইউপিএ গড়ে তুলতে সাহায্য করেন রাম বিলাস পাসওয়ান।

কিন্তু বিহারে পরপর দু`টি বিধানসভা নির্বাচনের শোচনীয় পরাজয়ের পর ২০০৯ লোকসভা নির্বাচনের আগে ইউপিএ ছেড়ে আসে আরজেডি-এলজেপি জোট। কিন্তু লোকসভা নির্বাচনেও ভরাডুবি হয় এই এলজেপি-এর।

তবে পাসওয়ান জানিয়েছেন লালুর দলের সঙ্গে তাঁদের মনোমালিন্য থাকলেও আরজেডিকে সমর্থনের পথ থেকে সরছেন না তিনি।

.