ভোটের ময়দানে আইটেমের ছোঁয়া, দক্ষিন-পশ্চিম মুম্বই থেকে নির্বাচনে লড়ছেন রাখি সাওয়ান্ত
এবার ভোটের ময়দানে রাখি সাওয়ান্ত। বলিউডের এই হট আইটেম গার্ল জানালেন লোকসভা নির্বাচনে দক্ষিণ-পশ্চিম মুম্বই থেকে তিনি প্রতিদ্বন্ধীতা করবেন। মুম্বইয়ে নারীদের সুরক্ষা সুরক্ষিত করতেই তিনি নাকি ভোটে দাঁড়াবার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন রাখি সাওয়ান্ত।
এবার ভোটের ময়দানে রাখি সাওয়ান্ত। বলিউডের এই হট আইটেম গার্ল জানালেন লোকসভা নির্বাচনে দক্ষিণ-পশ্চিম মুম্বই থেকে তিনি প্রতিদ্বন্ধীতা করবেন। মুম্বইয়ে নারীদের সুরক্ষা সুরক্ষিত করতেই তিনি নাকি ভোটে দাঁড়াবার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন রাখি সাওয়ান্ত।
দক্ষিণ-পশ্চিম মুম্বইয়ে রাখি সাওয়ান্তের লড়াই কংগ্রেসের গুরুদাস কামাত, শিব সেনার গজানন কিরিতকার, মহারাষ্ট্র নবনির্মান সেনার অভিনেতা পরিচালক মহেশ মঞ্জেরেকরের সঙ্গে।
রাখি জানিয়েছেন তিনি নির্দল প্রার্থী হয়ে মোটেও ভোটে লড়তে আসেননি। একটি রাজনৈতিক দল তাঁকে ভোটে দাঁড়ানোর প্রস্তাব দিয়েছে। তিনি খুব শীঘ্রই সেই দলের নাম জানাবেন।
``রাজনীতির মারপ্যাঁচ আমার জানা নেই। আমি সাধারণ মানুষের সমস্যা সমাধান করতেই এখানে এসেছি। সমাজের জন্য ভাল কিছু করাই আমার লক্ষ্য। আমি রাজনীতিবিদ হয়ে ওঠার জন্য আকুল নই। মানুষ চেয়েছেন আমি ভোটে লড়ি। তাই আমি ভোটে লড়তে এসেছি।`` একটি সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষ্যাৎকারে জানিয়েছেন বিতর্কের জন্য সংবাদের শিরোনামে থাকা রাখি।
এর সঙ্গেই তিনি জুড়েছেন ``হত সাত বছর ধরে আমি প্রচুর সামাজিক কাজকর্ম করছি। আমি সমাজে মেয়েদের সুরক্ষা ফিরিয়ে আনতে চাই। আমি চাই না মুম্বইয়ের অবস্থাও দিল্লির মত হক। আমি মহিলাদের জন্য আত্মরক্ষা ও ক্যারাটে ক্লাস শুরু করতে চাই।``