এক দশকের সেরা উদ্যোগপতির পুরস্কার পেলেন রাজ্যসভার সাংসদ সুভাষ চন্দ্র

সুভাষ চন্দ্রের অনুপস্থিতিতে তাঁর হয়ে পুরস্কার নেন জি এন্টারটেইনমেন্টের ম্যানেজিং ডিরেকটর ও সিইও পুনীত গোয়েঙ্কা। 

Updated By: Feb 22, 2018, 10:25 AM IST
এক দশকের সেরা উদ্যোগপতির পুরস্কার পেলেন রাজ্যসভার সাংসদ সুভাষ চন্দ্র

নিজস্ব প্রতিবেদন: রাজ্যসভার সাংসদ সুভাষ চন্দ্রকে 'Entrepreneur of the Decade' পুরস্কারে সম্মানিত করল বম্বে ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন। উত্তরপ্রদেশে শিল্প সম্মেলনে অংশ নেওয়ার কারণে অনুষ্ঠানে যোগ দিতে পারেননি সুভাষ চন্দ্র। তাঁর হয়ে পুরস্কার নেন জি এন্টারটেইনমেন্টের ম্যানেজিং ডিরেকটর এবং সিইও পুনীত গোয়েঙ্কা। 

এর আগে ৫ জন শিল্পপতিকে এই সম্মান দিয়েছে ছয় দশকের সংগঠন বম্বে ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন। তাঁরা হলেন মুকেশ অম্বানি, রতন টাটা, কুমার মঙ্গলম বিড়লা, অনিল আগরওয়াল ও উদয় কোটাক।   

আন্তর্জাতিক বিনোদনশিল্পে অন্যতম মুখ সুভাষ চন্দ্র। ১৯৯২ সালে জি টিভির সূচনা করে বিপ্লব এনেছিলেন তিনি। ভারতের প্রথম বেসরকারি সংবাদ চ্যানেল জি নিউজ। ১৭১টি দেশের ১০০ কোটি মানুষ দেখেন জি-র বিভিন্ন চ্যানেল। ২০১১ সালে International Emmy Directorate Award পেয়েছিলেন সুভাষ চন্দ্র। 

.