লোকসভার আগে হয়তো জন্মাবে না ভারতমাতার নতুন সন্তান, রাজ্যসভায় কাল পেশ হতে পারে লোকপাল বিল
অন্ধ্র ভেঙে পৃথক তেলঙ্গানা রাজ্য গঠন নিয়ে গুরুত্বপূর্ণ বিল পাস করতে ছয় সপ্তাহ সময় পেল অন্ধ্র বিধানসভা। সূত্রের খবর, বুধবার রাতে এই বিলটি কেন্দ্রের কোর্টেই ফেরত পাঠানোর সময়ে এই সময় সীমা বেধে দিয়েছেন স্বয়ং রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। বিলটি যাতে আইনের দিক দিয়ে শক্ত পোক্ত হয় সেই দিকেই বেশি জোর দিচ্ছেন রাষ্ট্রপতি। যার মানে দাঁড়াল পৃথক রাজ্য হিসাবে তেলেঙ্গানার স্বীকৃতি পাওয়াটা লোকসভা ভোটের আগে বেশ কঠিন।
অন্ধ্র ভেঙে পৃথক তেলঙ্গানা রাজ্য গঠন নিয়ে গুরুত্বপূর্ণ বিল পাস করতে ছয় সপ্তাহ সময় পেল অন্ধ্র বিধানসভা। সূত্রের খবর, বুধবার রাতে এই বিলটি কেন্দ্রের কোর্টেই ফেরত পাঠানোর সময়ে এই সময় সীমা বেধে দিয়েছেন স্বয়ং রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। বিলটি যাতে আইনের দিক দিয়ে শক্ত পোক্ত হয় সেই দিকেই বেশি জোর দিচ্ছেন রাষ্ট্রপতি। যার মানে দাঁড়াল পৃথক রাজ্য হিসাবে তেলেঙ্গানার স্বীকৃতি পাওয়াটা লোকসভা ভোটের আগে বেশ কঠিন।
রাজ্যসভায় আগামিকাল পেশ হতে পারে লোকপাল বিল। চলতি অধিবেশেই লোকপাল বিল আনা হবে বলে স্পষ্ট করে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী কমলনাথ। প্রথমে বিলটি আনা হবে রাজ্যসভায়। এরপর লোকসভায়। জানিয়েছেন কমলনাথ। সংসদের অধিবেশন আগাম মুলতুবি করে দেওয়া হবে বলে আশঙ্কা করছিলেন বিরোধীরা। কিন্তু সেই আশঙ্কায় কার্যত জল ঢেলে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।
বৃহস্পতিবার তেলেঙ্গানা ইস্যু, মুজ্জফরনগরে শিশুদের মৃত্যু নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চিঠি সহ একাধিক ইস্যুতে হৈ হট্টগোলের জেরে দফায় দফায় মুলতুবি হয় সংসদের অধিবেশন। দুপুর বারোটার পর লোকসভায় অধিবেশন শুরু হলেও দিনের মত মুলতুবি করে দেওয়া হয় লোকসভার অধিবেশন। দুপুর দুটো পর্যন্ত মুলতুবি রাজ্যসভার অধিবেশন।