মোদীকে নিয়ে নেতাদের মন্তব্য না করার আর্জি রাজনাথের

প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীকে নিয়ে প্রকাশ্যে কোনও রকম মন্তব্য করা থেকে বিরত থাকতে দলীয় নেতাকর্মীদের কাছে আর্জি জানালেন বিজেপি সভাপতি রাজনাথ সিং। প্রধানমন্ত্রী পদে প্রার্থী কে হবেন তানিয়ে দলের কেন্দ্রীয় সংসদীয় বোর্ড সিদ্ধান্ত নেন। ফলে প্রার্থীপদে কিছু রদবদল হলে সেটাও কেন্দ্রীয় সংসদীয় বোর্ডই করবেন। তাই এনিয়ে দলের অন্য নেতাকর্মীদের মন্তব্য না করাই বাঞ্ছনীয় নয়। এমনটাই জানিয়েছেন বিজেপি সভাপতি।

Updated By: Feb 5, 2013, 10:21 AM IST

প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীকে নিয়ে প্রকাশ্যে কোনও রকম মন্তব্য করা থেকে বিরত থাকতে দলীয় নেতাকর্মীদের কাছে আর্জি জানালেন বিজেপি সভাপতি রাজনাথ সিং। প্রধানমন্ত্রী পদে প্রার্থী কে হবেন তানিয়ে দলের কেন্দ্রীয় সংসদীয় বোর্ড সিদ্ধান্ত নেন। ফলে প্রার্থীপদে কিছু রদবদল হলে সেটাও কেন্দ্রীয় সংসদীয় বোর্ডই করবেন। তাই এনিয়ে দলের অন্য নেতাকর্মীদের মন্তব্য না করাই বাঞ্ছনীয় নয়। এমনটাই জানিয়েছেন বিজেপি সভাপতি।
সম্প্রতি বিশ্ব হিন্দু পরিষদের নেতা অশোক সিংহল মন্তব্য করেন, নরেন্দ্র মোদীকে  প্রধানমন্ত্রী হিসাবে ঘোষণা করা উচিত  বিজেপির। এরপরই দলীয় নেতাকর্মীদের কাছে এই আর্জি জানান রাজনাথ সিংহ। অন্যদিকে ছয়ই ফেব্রুয়ারি দিল্লিতে শ্রীরাম কলেজ অব কমার্সের ছাত্রছাত্রীদের  প্রশ্নোত্তর পর্বের মুখোমুখি হবেন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। দুহাজার চোদ্দর লোকসভা নির্বাচনের আগে যুবসমাজে মোদীর জনপ্রিয়তা বাড়াতেই এই উদ্যোগ বলে মনে করছে রাজনৈতিকমহল।    

.