শিখ দাঙ্গার তদারকি করেছিলেন খোদ রাজীব, চাঞ্চল্যকর দাবি পাঞ্জাবের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রীর

১৯৮৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যার পর রাজধানী জুড়ে শিখ বিরোধী দাঙ্গা শুরু হয়ে ‌যায়। ওই দাঙ্গায় মদত দেওয়ার অভি‌যোগ অভি‌যুক্ত টাইটেলার

Updated By: Jan 29, 2018, 06:10 PM IST
শিখ দাঙ্গার তদারকি করেছিলেন খোদ রাজীব, চাঞ্চল্যকর দাবি পাঞ্জাবের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদন: ১৯৮৪ সালে শিখ বিরোধী দাঙ্গার সময়ে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী তাঁর সঙ্গে উত্তর দিল্লির বিভিন্ন এলাকায় ঘুরেছিলেন। উদ্দেশ্য ছিল পরিস্থিতি খতিয়ে দেখা। এমনটাই দাবি করলেন কংগ্রেস নেতা জগদীশ টাইটেলার।

নিউজ ১৮-কে দেওয়া এক সাক্ষাতকারে এদিন টাইটেলার বলেন, দাঙ্গার ঘটনায় রাজীব খুবই উদ্বিঘ্ন ছিলেন। শুধু তাই নয়, দলের সাংসদদের নিজ নিজ নির্বাচনী ক্ষেত্রে ফিরে গিয়ে পরিস্থিতি সামাল দিতেও অনুরোধ করেন তিনি।

আরও পড়ুন-বাসের জানলায় মাথা রেখে ঘুমিয়েছিলেন, আর চোখ খোলা হল না!

এদিকে, টাইটেলারের ওই মন্তব্যের পরিপ্রেক্ষিতে পাল্টা তোপ দেগেছেন পঞ্জাবের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদল। সংবাদ মাধ্যমে তিনি বলেন, টাইটেলারের মন্তব্য থেকে পরিষ্কার যে রাজীব আদপে ইন্দিরা গান্ধী হত্যার বদলা নিতে বাইরে বেরিয়েছিলেন। তিনি নিজে দাঙ্গার তদারকি করেন। গোটা বিষয়টি সিবিআইয়ের দেখা উচিত। 

উল্লেখ্য, ১৯৮৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যার পর রাজধানী জুড়ে শিখ বিরোধী দাঙ্গা শুরু হয়ে ‌যায়। ওই দাঙ্গায় মদত দেওয়ার অভি‌যোগ অভি‌যুক্ত টাইটেলার। যদিও সিবিআই এখনও প‌র্যন্ত তদন্তে তা প্রমাণ করতে পারেনি।

.