সুপ্রিম কোর্টে আপাতত স্থগিত রাজীব কুমারের জামিন খারিজের মামলার শুনানি

রাজীব কুমারের জামিন খারিজ মামলায় ফের আদালতে ধাক্কা খেল সিবিআই

Updated By: Nov 25, 2019, 03:38 PM IST
সুপ্রিম কোর্টে আপাতত স্থগিত রাজীব কুমারের জামিন খারিজের মামলার শুনানি

নিজস্ব প্রতিবেদন: সারদাকাণ্ডে রাজীব কুমারের জামিন বাতিলের মামলার শুনানি আপাতত স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। সোমবার ছিল মামলাটির শুনানি। এদিনই সুপ্রিম কোর্টের তরফে জানানো হয় ২৯ নভেম্বর পর্যন্ত এই মামলার শুনানি বাতিল হয়েছে। 

 

সারদাকাণ্ডে রাজীব কুমারের জামিন বাতিলের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল সিবিআই। সারদাকাণ্ডে কলকাতা হাইকোর্ট থেকে জামিন পান রাজীব কুমার। আদালত জানায়, রাজীব কুমারকে গ্রেফতার করতে পারবে না সিবিআই। একই সঙ্গে রাজীবকে জেরা করতে গেলে ৪৮ ঘণ্টা আগে নোটিস দিতে হবে বলে জানিয়েছে আদালত। কলকাতা হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সিবিআই। আদালতে পুজোর ছুটি শুরু হওয়ার মুখে দায়ের হয়েছিল মামলাটি। 

'ভুল বোঝাবুঝি নেই, তৃণমূলে আছি-থাকব', দলবদলের জল্পনা উড়িয়ে বললেন দেবশ্রী

সারদাকাণ্ডে রাজীব কুমারকে হেফাজতে নিয়ে জেরা করতে চেয়ে দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছে সিবিআই। কিন্তু বারবারই আদালতে ধাক্কা খেতে হয়েছে তাদের। কলকাতার প্রাক্তন পুলিস কমিশনারকে গ্রেফতারির আদেশ আদায় করতে পারেননি গোয়েন্দারা। 

Tags:
.