'বাংলার জন্য স্পেশাল প্যাকেজ চাই,' শাহি দরবারে BJP-তে Rajib

বিজেপিতে যোগদান রাজীব বন্দ্যোপাধ্যায়ের। 

Updated By: Jan 30, 2021, 09:59 PM IST
'বাংলার জন্য স্পেশাল প্যাকেজ চাই,' শাহি দরবারে BJP-তে Rajib

নিজস্ব প্রতিবেদন: বিশেষ বিমানে ডাকলেন অমিত শাহ। দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে বেশ খানিকক্ষণ চলল বৈঠক। তারপর বিজেপিতে যোগ দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee), বৈশালী ডালমিয়া (Baishali Dalmiya), রথীন চক্রবর্তী (Rathin Chakraborty), পার্থসারথি চট্টোপাধ্যায় ও প্রবীর ঘোষাল (Prabir Ghosal)। তাঁদের গেরুয়া উত্তরীয় দিয়ে বরণ করেন শাহ। পরে রাজীব সাংবাদিকদের বলেন,'দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নিজে আমায় ডেকেছিলেন। উনি বারবার বলেছেন, আগামিকালের যোগদান গুরুত্বপূর্ণ ছিল। নিজের উদ্যোগে বিশেষ বিমান পাঠিয়েছিলেন। আমি অত্যন্ত আনন্দিত। সম্মানিত। কৃতজ্ঞতা জানাচ্ছি। '

শুভেন্দু অধিকারীর সুরেই বাংলার উন্নয়নে কেন্দ্র-রাজ্যে একই দলের সরকার দরকার বলে মনে করিয়েছেন রাজীব (Rajib Banerjee)। তাঁর কথায়,'কেন্দ্রের সহযোগিতা না পেলে রাজ্যের সার্বিক উন্নয়ন হয় না। আমি যেটা বারবার করে বলেছি, কেন্দ্র-রাজ্য ঝগড়ার জন্য উন্নয়ন স্তব্ধ হয়েছে। আইনশৃঙ্খলা ও জীবনযাত্রার মানোন্নয়ন দরকার। সাধারণ মানুষের উন্নয়নই অগ্রাধিকার।'

বাংলায় শিল্প ও প্যাকেজের দাবিও জানিয়ে এসেছেন রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। বলেন,'হতাশায় ভুগছেন যুবক ভাইয়েরা। কর্মসংস্থান নেই। তাঁদের জন্য শিল্প আনতে হবে। ব্যবস্থা করতে হবে কর্মসংস্থানের। আগামী দিনে বাংলার জন্য স্পেশাল প্যাকেজ চাই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমায় বলেছেন, বাংলা দখল গর্বের বিষয়। সার্বিক উন্নয়নের জন্য চিন্তাভাবনা রয়েছে। বড় লক্ষ্য নিয়ে বাংলার নামবেন উনি।' 

আরও পড়ুন- Abhishek-কে এবার পাল্টা আইনি নোটিস Suvendu-র

.