ভারতের 'বুলেট দৌড়' শুরুর দিনেই বেলাইন রাজধানী

Updated By: Sep 14, 2017, 11:05 AM IST
ভারতের 'বুলেট দৌড়' শুরুর দিনেই বেলাইন রাজধানী

ওয়েব ডেস্ক : 'বুলেট' গতিতে ছুটবে ট্রেন। 'বুলেট' গতিতে দৌড়বে ভারত। আমেদাবাদে ভারতের প্রথম বুলেট ট্রেনের শিলান্যাস করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। এদিকে ভারতের 'বুলেট দৌড়' শুরুর দিনেই রাজধানীতে রেল দুর্ঘটনা।

বেলাইন হয়ে গেল জম্মু তাওয়াই- নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস। নিউ দিল্লি স্টেশনে রাজধানীর একটি কামরা বেলাইন হয়ে যায়। দুর্ঘটনায় কেউ আহত হননি বলে জানিয়েছেন নর্দান রেলওয়ের মুখপাত্র। সকাল ৬টা নাগাদ যখন ট্রেনটি স্টেশনে ঢুকছিল, তখনই দুর্ঘটনাটি ঘটে। বেলাইন হয়ে যায় ট্রেনের শেষ কামরাটি।

আরও পড়ুন, বুলেট গতিতে দৌড়বে ভারত: লাইভ

.