নিজস্ব প্রতিবেদন: রাজ্যে সদ্য ক্ষমতায় এসেছে কংগ্রেস। আর ক্ষমতায় এসেই পুলিসের চাকরি খেয়ে নেওয়ার হুমকি দিলেন রাজস্থানের ক্রীড়ামন্ত্রী অশোক চন্দনা।
আরও পড়ুন-কাস্তে ফুঁড়ে ঢুকে যায় গালে, বিরল অস্ত্রোপচার ছাত্রীর
বুন্দিতে পুলিস গ্রামবাসীদের গাড়ি থামিয়ে টাকা তুলেছে এমনটাই অভিযোগ ছিল অশোকের কাছে। টোল প্লাজায় গ্রামবাসীদের গাড়ি দেখলেই আটকে টাকার দাবি করছে পুলিস। ওই অভিযোগ পেয়ে সোজা টোলপ্লাজায় গিয়ে পুলিসকে চ্যালেঞ্জ করেন মন্ত্রী। পুলিসকে কড়া ধমক দেন। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
#WATCH: Youth affairs & sports Minister of Rajasthan Ashok Chandna rebukes a police personnel in Bundi, warning him that he'll be transferred to duty at toll plaza if found collecting money illegally from villagers. Villagers had accused him of collecting money from them at toll. pic.twitter.com/1sJ1zCD8jD
— ANI (@ANI) January 10, 2019
মন্ত্রীকে বলতে শোনা যাচ্ছে, টোলপ্লাজায় লোকজনের কাছ থেকে টাকা তুলছেন! সাবধান! এরকম করলে চাকরি খোয়াতে হবে। শেষপর্যন্ত এসে এই টোলপ্লাজাতেই বসতে হবে।
আরও পড়ুন-অভিষেকের সভার পরই তৃণমূল গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত কোচবিহার
মন্ত্রী আরও বলেন, শুনছি তোমরা গরিব গ্রামবাসীদের গাড়ি আটকে করে একশো টাকা করে নিচ্ছ! এরকম করলে তোমাদের চাকরি খেয়ে নেব। মনে রেখ এটাই আমার শেষ হুঁশিয়ারি।
চাকরি খেয়ে নেব; টোলপ্লাজায় পুলিসকে কড়া হুঁশিয়ারি তরুণ মন্ত্রীর, দেখুন ভিডিও