অযোধ্যা মামলায় বিচারপতিদের ইমপিচ করার হুমকি দিয়েছে কংগ্রেস: মোদী
প্রধানমন্ত্রী বলেন, দেশের বিচারব্যবস্থাকে এভাবে রাজনীতিতে আনা কি ঠিক? আপনারাই বলুন
নিজস্ব প্রতিবেদন: ধর্মসভা ও হুঙ্কার র্যালি নিয়ে রবিবার তোলপাড় অযাধ্যা। ক্রমশ চাপ বাড়ছে সরকারের ওপরে। এরকম এক অবস্থায় অযোধ্যা ইস্যু নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আরও পড়ুন-‘সরকার থাকুক বা পড়ুক মন্দির হবেই’, অযোধ্যায় বসে বিজেপিকে নিশানা উদ্ধবের
রাজস্থান বিধানসভা নির্বাচনের প্রচারে রবিবার আলোয়ারে জনসভা করেন মোদী। সেখানই তিনি অযোধ্যা সমস্যা সমাধানের দায় কংগ্রেসের দিকে ঠেলে দেন। বিষয়টি নিয়ে রাজনীতি করার অভিযোগও তোলেন কংগ্রেসের বিরদ্ধে।
Jab SC ka koi judge Ayodhya jaise gambheer samvedansheel maslo mein, desh ko nyaya dilane ki disha mein sabko sunna chahte hain to Congress ke Rajya Sabha ke vakeel SC ke nyaayamurtiyo ke khilaf impeachment la kar ke unko darate dhamkate hain: PM Narendra Modi in Alwar #Rajasthan pic.twitter.com/YftHIkv2k1
— ANI (@ANI) November 25, 2018
Jab Ayodhya ka case chal raha tha, Congress ke neta Rajya Sabha ke sadasya kehte hain ki 2019 tak case mat chalao kyunki 2019 mein chunaav hai. Desh ke nyayatantra ko is prakaar se rajneeti mein ghaseetna uchit hai kya? : Prime Minister Narendra Modi in Alwar #RajasthanElections pic.twitter.com/Bkolydem2X
— ANI (@ANI) November 25, 2018
প্রধানমন্ত্রী বলেন, অযোধ্যা মামলা নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি চলছে। মামলা চলাকালীন রাজ্যসভার কয়েকজন কংগ্রেস সদস্য দাবি করেন অযোধ্যা মামলার সমাধান লোকসভা নির্বাচনের আগেই করতে হবে। দেশের বিচারব্যবস্থাকে এভাবে রাজনীতিতে আনা কি ঠিক? আপনারাই বলুন।
প্রসঙ্গত, কংগ্রেসের দাবি ছিল, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে অযোধ্যা মামলা খুঁচিয়ে তুলতে চাইছে বিজেপি। এতে তাদের রাজনৈতিক ফয়দা রয়েছে। ফলে মামলায় রায় লোকসভা নির্বাচনের আগেই করা উচিত। এমনটাই দাবি করেন কংগ্রেসের আইনজীবীরা। বিরোধীদের দাবি এভাবেই বিচারব্যবস্থার ওপরে চাপ সৃষ্টি করেছে কংগ্রেস।
আরও পড়ুন-কিড স্ট্রিট কাণ্ডে ফেরার পার্লারের মালিক, পুলিসের সঙ্গে তদন্তে নেমেছে নারীপাচার প্রতিরোধ দফতর
বিষয়টি টেনে এনে আলোয়ারে তাঁর জনসভায় মোদী বলেন, অযোধ্যা ইস্যুর মতো কোনও জটিল বিষয়ে সুপ্রিম কোর্টে কয়েকজন বিচারপতি দেশকে ন্যায় দেওয়ার চেষ্টা করছেন। এজন্য আদালত সাবার মতামতই জানতে চায়। এমন এক সময়ে কংগ্রেস সুপ্রিম কোর্টের বিচারপতিদের ইমপিচ করার হুমকি দিয়েছেন। তাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছেন। বিচারব্যবস্থার ওপরে কংগ্রেসের কোনও আস্থা নেই। এটা অত্যন্ত বিপজ্জনক প্রবণতা।
কংগ্রেসকে হুশিয়ারি দিয়ে মোদী বলেন, কংগ্রসের এই রকম ষড়যন্ত্র সফল হতে দেব না। ওরা বিচারব্যবস্থাকে নষ্ট করার খেলায় নেমেছে।