ভাড়াবৃদ্ধির প্রস্তাব
রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় যা করেননি, প্রথমবার রেল বাজেট পেশ করে সেটাই করলেন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী। এক দশক পর রেলের সব শ্রেণিতেই যাত্রীভাড়া বাড়ানোর প্রস্তাব দিলেন তিনি। কিলোমিটার প্রতি ২ পয়সা থেকে ৩০ পয়সা পর্যন্ত যাত্রীভাড়া বাড়ছে।
রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় যা করেননি, প্রথমবার রেল বাজেট পেশ করে সেটাই করলেন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী। এক দশক পর রেলের সব শ্রেণিতেই যাত্রীভাড়া বাড়ানোর প্রস্তাব দিলেন তিনি। কিলোমিটার প্রতি ২ পয়সা থেকে ৩০ পয়সা পর্যন্ত যাত্রীভাড়া বাড়ছে।
রেলের ভাঁড়ার শূন্য। তাই প্রথম বাজেটেই যাত্রী ভাড়া বাড়িয়েই রেলের আয়বৃদ্ধির পথে হাঁটলেন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী। রেলমন্ত্রীর মতে যাত্রীভাড়া বাড়ানোর প্রস্তাব করা হলেও সাধারণ মানুষের কাছে তা বোঝা হয়ে উঠবে না। লোকাল ট্রেন এক্সপ্রেস এমনকী শহরতলির ট্রেনগুলিতেও ভাড়া বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন রেলমন্ত্রী।
এবার একনজরে প্রস্তাবিত ভাড়া-কাঠামো:
শহরতলির ট্রেনে দ্বিতীয় শ্রেণিতে ৩৫ কিমি পর্যন্ত ২ টাকা
১৩৫ কিমি পর ভাড়াবৃদ্ধি করা হচ্ছে ৪ টাকা
মেল এবং এক্সপ্রেসের ট্রেনের ক্ষেত্রেও ভাড়াবৃদ্ধির সুপারিশ করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী মেল এবং এক্সপ্রেস ট্রেনের দ্বিতীয় শ্রেণিতে ৩৭৫ কিমি পর্যন্ত ভাড়াবৃদ্ধি ১২ টাকা
মেল এবং এক্সপ্রেস ট্রেনের স্লিপার ক্লাসে ৭৫০ কিমি পর্যন্ত ভাড়াবৃদ্ধি ৪০ টাকা
এসি থ্রি টিয়ার তে ৫৩০ কিমি পর্যন্ত ৫৭ টাকা ভাড়াবৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।
এসি টু টিয়ারে ক্ষেত্রে ৫৩০ কিমি পর্যন্ত ৮৪ টাকা ভাড়াবৃদ্ধির প্রস্তাব রয়েছে বাজেটে।
এসি প্রথম শ্রেণিতে ৫৩০ কিমি পর্যন্ত ১৬৩ টাকা ভাড়া বাড়ানোর প্রস্তাব করেছেন রেলমন্ত্রী।
এবার একনজরে দেখে নেওয়া যাক দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে কী দাড়াচ্ছে ভাড়া।
হাওড়া দিল্লির ক্ষেত্রে স্লিপার ক্লাসের বর্তমান ভাড়া ৪২৬ টাকা। বাহাত্তর টাকা বেড়ে সেই ভাড়া দাডাচ্ছে ৪৯৮ টাকা।
এই দূরত্বে এসি থ্রি টিয়ারের ভাড়া বর্তমানে ১১৪৩। ১৪৫ টাকা বেড়ে দাঁড়াচ্ছে ১২৮৮।
এসি টু টিয়ারের বর্তমান ভাড়া ১৫৬১। ২১৭ টাকা বেড়ে এই ভাড়া হতে চলেছে ১৭৭৮।
এসি প্রথম শ্রেণিতে এই ভাড়া হল ২ হাজার ৬৩৭ টাকা। ৪৩৪ টাকা বেড়ে বর্ধিত ভাড়া হচ্ছে ৩০৭১ টাকা ।
হাওড়া মুম্বইয়ের ক্ষেত্রে স্লিপারের বর্তমান ভাড়া ৫০৮ টাকা। ৯৮ টাকা বেড়ে এই ভাড়া হচ্ছে ৬০৬ টাকা।
এসি থ্রি টিয়ারের ক্ষেত্রে ১৩৭৪ টাকা ভাড়া বেড়ে দাড়াচ্ছে ১৫৭১ টাকা।
এসি টু টিয়ারের ভাড়া ছিল ১৮৮৩ টাকা। ২৯৫ টাকা বেড়ে এই ভাড়া হচ্ছে ২হাজার ১৭৮ টাকা ।
এসি প্রথম শ্রেণিতে ৩ হাজার ১৯০ টাকা থেকে বেড়ে বর্ধিত ভাড়া হচ্ছে ৩ হাজার ৭৮০ টাকা।
হাওড়া চেন্নাইয়ের ক্ষেত্রে ভাড়ার বড়সড় পরিবর্তন হয়েছে। স্লিপার ক্লাসে ৪৬১ টাকার ভাড়া ৮৩ টাকা বেড়ে হচ্ছে ৫৪৪ টাকা।
এসি থ্রি টিয়ারের ভাড়া ছিল ১২৪২ টাকা। প্রস্তাবিত বাজেট অনুযায়ী ভাড়া বাড়বে ১৬৬ টাকা।
এসি টু টিয়ারের বর্তমান ভাড়া ১৭০০ টাকা। ২৪৯ টাকা বৃদ্ধি হয়ে এই ভাড়া দাঁড়াবে ১৯৪৯ টাকা।
এসি প্রথম শ্রেণির ভাড়াবৃদ্ধির সুপারিশ করা হয়েছে। ২ হাজার ৮৭৫ টাকা থেকে ভাড়া বেড়ে দাঁড়াচ্ছে ৩ হাজার ৩৭৪ টাকা।
কিলোমিটার প্রতি ২ পয়সা থেকে ৩০ পয়সা ভাড়া বাড়ানোর কথা বলা হলেও আখেরে বেশ খানিকটাই বাড়ছে রেলের ভাড়া। বিশেষ করে দূর পাল্লার ট্রেনের ক্ষেত্রে যাত্রীদের অনেকটা বাড়তি ভাড়াই দিতে হবে।