আমেঠিতে ইভিএম মেশিনে রাহুলের উঁকিঝুঁকি মারার ছবি টুইটারে প্রকাশ করল আপ

নির্বাচনী বিধি ভঙ্গের গেরোয় এবার ফাঁসলেন রাহুল গান্ধী। গতকাল নির্বাচনের দিন আমেঠির মাটি কামড়ে পড়ে ছিলেন তিনি। গত ১০ বছরে এই প্রথমবার নিজের নির্বাচনী কেন্দ্রে ভোটের দিন উপস্থিত ছিলেন রাহুল। কিন্তু সকাল ৯টা ১৫ থেকে ১০টা ২৪ পর্যন্ত তিনটি বুথে পর্দা দিয়ে ঘেরা গোপন অঞ্চল যেখানে ইভিএম মেশিন থাকে সেখানে দেখা গেল কংগ্রেস সহসভাপতি। তিলোই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত অস্থভুজ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় কুরা ও মাধ্যমিক বিদ্যালয় ফুলা ভোট গ্রহণ কেন্দ্র গুলিতে ইভিএম-এর সামনে চলে গেলেন রাহুল।

Updated By: May 8, 2014, 01:40 PM IST

নির্বাচনী বিধি ভঙ্গের গেরোয় এবার ফাঁসলেন রাহুল গান্ধী। গতকাল নির্বাচনের দিন আমেঠির মাটি কামড়ে পড়ে ছিলেন তিনি। গত ১০ বছরে এই প্রথমবার নিজের নির্বাচনী কেন্দ্রে ভোটের দিন উপস্থিত ছিলেন রাহুল। কিন্তু সকাল ৯টা ১৫ থেকে ১০টা ২৪ পর্যন্ত তিনটি বুথে পর্দা দিয়ে ঘেরা গোপন অঞ্চল যেখানে ইভিএম মেশিন থাকে সেখানে দেখা গেল কংগ্রেস সহসভাপতি। তিলোই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত অস্থভুজ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় কুরা ও মাধ্যমিক বিদ্যালয় ফুলা ভোট গ্রহণ কেন্দ্র গুলিতে ইভিএম-এর সামনে চলে গেলেন রাহুল।

(ছবি-আম আদমি পার্টির অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে)

সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ক্যামেরায় দু` জায়গায় ইভিএম মেশিনে রাহুলের উঁকিঝুঁকি মারার ছবি ধরা পড়েছে। নিয়ম অনুযায়ী ভোটার, প্রিসিডিং অফিসার ও পোলিং অফিসার ছাড়া ইভিএম মেশিনের অত কাছে যাওয়ার অধিকার কারোরই নেই।

আপ-এর পক্ষ থেকে রাহুল গান্ধীর এই ছবি টুইটারে দেওয়ার পর হইচই পড়ে যায়। বিরোধী দলগুলি তাঁর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ এনেছে।

.