সভাপতি হয়েই কংগ্রেসের বৃদ্ধতন্ত্র ছাঁটাইয়ের পথে রাহুল!
সভাপতি হওয়ার পর রাহুল আরও বেশি করে শীর্ষ নেতৃত্বে তরুণ রক্ত আমদানি করার চেষ্টা করবেন বলেই কংগ্রেস সূত্রে খবর। কংগ্রেস সভাপতি হওয়ার পর রাহুলকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।
নিজস্ব প্রতিবেদন: অবশেষে দলের শীর্ষে রাহুল গান্ধী। বিনা লড়াইয়ে কংগ্রেস সভাপতি নির্বাচিত হলেন তিনি। গুজরাটে ভোট মেটার পর শনিবার সভাপতির দায়িত্ব বুঝে নেবেন রাহুল জানাই ছিল। সোমবার বিকেলে আনুষ্ঠানিক ঘোষণাটাও হয়ে গেল।
কংগ্রেস সভাপতি নির্বাচনে রাহুল গান্ধী ছাড়া আর কেউ মনোনয়ন জমা দেননি। তাই মনোনয়ন প্রত্যাহারের দিনই নতুন সভাপতি হিসাবে তাঁর নাম ঘোষণা করল কংগ্রেস। গুজরাটে ভোট মিটে যাওয়ার পরই শনিবার দলীয় সভাপতির দায়িত্ব নেবেন রাহুল। ছেলের হাতে ব্যাটন তুলে দিয়ে ১৯ বছর পর কংগ্রেস সভানেত্রীর পদ থেকে সরে যাবেন সনিয়া গান্ধী।
আরও পড়ুন- রাহুল কি কংগ্রেসের 'বাহাদুর শাহ'!
সভাপতি হওয়ার দু-দিনের মাথায় গুজরাট ভোটের ফল। ২০১৯-এর আগে দলকে চাঙ্গা করার চ্যালেঞ্জ। রাহুলের সামনে পথটা মোটেই মসৃণ নয়। ২০১৩-এ কংগ্রেস সহ-সভাপতি হওয়ার পর থেকেই দলের বৃদ্ধতন্ত্রের ডানা ছাঁটতে তত্পর রাহুল। এখন ২০ সদস্যের কংগ্রেস ওয়ার্কিং কমিটির ৯০% নেতাই সিনিয়র সিটিজেন। ৫০% সদস্যের বয়স ৭০-এর বেশি।
আরও পড়ুন- যুবরাজই এবার মহারাজ
সভাপতি হওয়ার পর রাহুল আরও বেশি করে শীর্ষ নেতৃত্বে তরুণ রক্ত আমদানি করার চেষ্টা করবেন বলেই কংগ্রেস সূত্রে খবর। কংগ্রেস সভাপতি হওয়ার পর রাহুলকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। তবে, গুজরাটে ভোটের প্রচারে এদিনও তাঁকে কড়া আক্রমণ করেন রাহুল। রাহুলের সভাপতি হওয়াকে তীব্র কটাক্ষ করেছে বিজেপিও।
রাহুলের সভাপতি হওয়ার খবরে আকবর রোড-সহ বিভিন্ন জায়গায় উচ্ছ্বাসে মাতেন কংগ্রেস কর্মীরা।