লোকপাল বিলকে সমর্থনের জন্য আন্না হাজারেকে চিঠিতে ধন্যবাদ জানালেন রাহুল গান্ধী
সরকারের আনা লোকপাল বিলকে সমর্থনের জন্য আন্না হাজারেকে চিঠি দিয়ে ধন্যবাদ জানালেন রাহুল গান্ধী। রাহুল গান্ধী তাঁর চিঠিতে লিখেছেন দেশবাসীকে একটি শক্তিশালী দুর্নীতি বিরোধী আইন দেওয়ার চেষ্টা করছেন তাঁরা। লোকপাল বিল আনার জন্য বিজেপি নেতা অরুণ জেটলি ও কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধীকে ধন্যবাদ জানিয়ে চিঠি লিখেছেন আন্না হাজারে। জবাবি চিঠিতে আন্নাকে পাল্টা ধন্যবাদ জানিয়েছেন রাহুল গান্ধী। রাহুল লিখেছেন, আন্নার চিঠি তাঁকে সাহস যুগিয়েছে।
সরকারের আনা লোকপাল বিলকে সমর্থনের জন্য আন্না হাজারেকে চিঠি দিয়ে ধন্যবাদ জানালেন রাহুল গান্ধী। রাহুল গান্ধী তাঁর চিঠিতে লিখেছেন দেশবাসীকে একটি শক্তিশালী দুর্নীতি বিরোধী আইন দেওয়ার চেষ্টা করছেন তাঁরা। লোকপাল বিল আনার জন্য বিজেপি নেতা অরুণ জেটলি ও কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধীকে ধন্যবাদ জানিয়ে চিঠি লিখেছেন আন্না হাজারে। জবাবি চিঠিতে আন্নাকে পাল্টা ধন্যবাদ জানিয়েছেন রাহুল গান্ধী। রাহুল লিখেছেন, আন্নার চিঠি তাঁকে সাহস যুগিয়েছে।
রাজ্যসভায় আজই পেশ হল লোকপাল বিল। আলোচনার পর ভোটাভুটির মাধ্যমে দ্রুত বিলটি পাস করে ফেলতে চায় অধিকাংশ রাজনৈতিক দল। সেজন্য, প্রশ্নোত্তর পর্ব মুলতুবি করার নোটিস দিয়েছেন রাজ্যসভার বিরোধী দলনেতা অরুণ জেটলি।
২০১১ সালে লোকসভায় পাস হলেও, রাজ্যসভায় আটকে যায় লোকপাল বিল। বিলটি তখন পার্লিয়ামেন্টারি রিভিউ কমিটিতে পাঠানো হয়েছিল। সংশোধিত বিলটিই আজ ফের পেশ হবে রাজ্যসভায়। অধিকাংশ রাজনৈতিক দলই বিল পাসে সম্মতি জানালেও, বাধ সেধেছে সমাজবাদী পার্টি। বিলটি আটকাতে সংসদে তারা সবরকমের চেষ্টা করবে বলে জানিয়েছে সপা। সপাকে রাজি করানোর চেষ্টা চলছে কেন্দ্রের তরফে। সংসদের শীতকালীন অধিবেশন শেষ হতে আর মাত্রা দশদিন বাকি। তারমধ্যেই বিলটি উভয় কক্ষেই পাস করিয়ে নিতে চাইছে প্রধান দুই রাজনৈতিক দল। সংসদে লোকপাল বিল পাস হলে আন্না হাজারেও তাঁর অনশন ভাঙবেন। যদিও, আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়াল আরও শক্তিশালী লোকপাল আইনের পক্ষে।