লোকসভা নির্বাচনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন রাহুল

প্রধানমন্ত্রী পদপ্রার্থী নন। তবে তাঁরই নেতৃত্বে লোকসভায় লড়বে কংগ্রেস। সিদ্ধান্ত হয়েছিল গতকালই। আজ এআইসিসির বৈঠকে রাহুল গান্ধী জানিয়ে দিলেন, সেনাপতির দায়িত্ব কাঁধে নিয়ে লড়াইয়ের জন্য প্রস্তুত তিনি। নেতৃত্বে তরুণ প্রজন্ম, প্রার্থী বাছাইয়ে নিচুতলার মতামতে গুরুত্ব, তূণীরের নতুন দুই তিরে বিদ্ধ করতে চান বিরোধীদের। এদিনই স্পষ্ট করে দিলেন রাহুল।

Updated By: Jan 17, 2014, 11:11 PM IST

প্রধানমন্ত্রী পদপ্রার্থী নন। তবে তাঁরই নেতৃত্বে লোকসভায় লড়বে কংগ্রেস। সিদ্ধান্ত হয়েছিল গতকালই। আজ এআইসিসির বৈঠকে রাহুল গান্ধী জানিয়ে দিলেন, সেনাপতির দায়িত্ব কাঁধে নিয়ে লড়াইয়ের জন্য প্রস্তুত তিনি। নেতৃত্বে তরুণ প্রজন্ম, প্রার্থী বাছাইয়ে নিচুতলার মতামতে গুরুত্ব, তূণীরের নতুন দুই তিরে বিদ্ধ করতে চান বিরোধীদের। এদিনই স্পষ্ট করে দিলেন রাহুল।

লোকসভা নির্বাচনের প্রচার কমিটির প্রধানের দায়িত্ব পেয়েছেন। কিন্তু প্রধানমন্ত্রী পদপ্রার্থী করা হয়নি রাহুল গান্ধীকে। কেন? শুক্রবারের এআইসিসির বৈঠকে সেই ব্যাখ্যা নিজেই দিলেন রাহুল। শুধু নিজের অনুগামীদের বুঝিয়ে নিরস্ত্র করেই অবশ্য থেমে থাকেননি রাহুল গান্ধী। বিরোধীদের আক্রমণের সুরটাও তিনিই এদিন চড়িয়ে দেন এআইসিসির বৈঠকে।

বরাবরই তরুণ প্রজন্মকে কংগ্রেস নেতৃত্বের সামনের সারিতে নিয়ে আসার পক্ষপাতী রাহুল গান্ধী। এদিন তিনি ঘোষণা করলেন সকলকে নিয়ে চলার নতুন এক ফর্মূলার। জানালেন, কংগ্রেস নেতৃত্ব নয়, পনেরোটি কেন্দ্রে লোকসভার প্রার্থী বেছে নেবেন সাধারণ কংগ্রেস নেতা কর্মীরা।

.