চারবছরের মোদী সরকারের রিপোর্ট কার্ডে 'F' গ্রেড দিলেন রাহুল
রাহুলের পর্যালোচনায় ফেল করলেন নরেন্দ্র মোদী।
নিজস্ব প্রতিবেদন: দিল্লির তখতে চার বছর পূর্ণ করলেন নরেন্দ্র মোদী। তাঁর সরকারের চারবছরের কাজের পর্যালোচনা করলেন রাহুল গান্ধী। রাহুলের রিপোর্ট কার্ডে প্রত্যাশিতভাবেই ডাহা ফেল করেছেন মোদী।
মোদী সরকারের রিপোর্ট কার্ড দিয়ে রাহুল টুইট করেছেন, কৃষি, বিদেশনীতি, পেট্রোপণ্যের মূল্যনিয়ন্ত্রণ, কর্মসংস্থানে 'ফেল' করেছেন নরেন্দ্র মোদী। স্লোগান তৈরি, আত্মপ্রচারে মোদী পেয়েছেন 'A+'। যোগব্যায়ামে আবার মোদীর গ্রেড 'B-'। পর্যালোচনায় রাহুল লিখেছেন, ''সুবক্তা, কঠিন বিষয়ে হাতড়েছেন। তবে রয়েছে মনোযোগের অভাব।''
4 Yr. Report Card
Agriculture: F
Foreign Policy: F
Fuel Prices: F
Job Creation: FSlogan Creation: A+
Self Promotion: A+
Yoga: B-Remarks:
Master communicator; struggles with complex issues; short attention span.— Rahul Gandhi (@RahulGandhi) May 26, 2018
সরকারের চার বছরপূর্তি অনুষ্ঠান বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ১৫ দিন ধরে উজ্জাপনের সিদ্ধান্ত নিয়েছে এনডিএ। বিজেপি যখন মোদী সরকারের কাজকর্ম ফলাও করে প্রচার করছে, তখন 'বিশ্বাসঘাতকতা দিবস' পালন করছে কংগ্রেস। তাদের দাবি, আর্থিক ও সামাজিক প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে মোদী সরকার।
আরও পড়ুন- সিবিএসই-র দ্বাদশের ফলে ছাত্রীদের আধিপত্য, প্রথমস্থানে মেঘনা শ্রীবাস্তব